হাদিকে বিদেশে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরিবার : চিকিৎসক
রাজাধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং সেটি আশঙ্কাজনক। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাকে বিদেশে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরিবারের সদস্যরা।
আজ রোববার (১৪ ডিসেম্বর) মেডিকেল বোর্ডের সদস্য নিউরোসার্জন ডা. আব্দুল আহাদ সাংবাদিকদের এসব কথা জানান।
ডা. আব্দুল আহাদ বলেন, শরিফ ওসমান হাদিকে এখনও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য হয়ত বিভিন্ন জায়গায় নেওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে তার পরিবারের সিদ্ধান্তই চূড়ান্ত। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিয়েছে, তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং সেটি আশঙ্কাজনক। গত দুদিনের মতোই আছে।
আরও পড়ুন : হাদির সন্দেহভাজন হামলাকারীর সীমান্ত পাড়ি দেওয়ার তথ্য নেই : ডিএমপি
ডা. আহাদ বলেন, বুলেট হাদির মাথার ডানদিক দিয়ে ঢুকে বামদিক দিয়ে বের হয়ে গেছে। তবে বুলেটটি ভাগ হয়ে একটি অংশ বের হয়েছে, আরেকটি ছোট অংশ তার ব্রেন স্টেমে রয়ে গেছে। আমরা অপারেশনের সময় একটি গুলির কাভার বের করতে পেরেছি। এখন তার কনজারভেটিভ ম্যানেজমেন্ট চলছে, আর কোনো অপারেশন লাগবে না বলে মনে করি।
মেডিকেল বোর্ডের এই সদস্য বলেন, গুলিটি ব্রেনের অনেকগুলো রক্তনালীর মাঝে আটকে আছে। ব্রেনকে স্পেস দেওয়ার জন্য আমরা অপারেশন করেছি। বাম পাশের হাড় খুলে দেওয়া হয়েছে ব্রেন এক্সপান্ড করতে পারছে। তার হার্টবিট চলছে, পালস ও রক্তচাপ স্থিতিশীল আছে। পরিবার ও বোর্ডের সদস্যরা যদি মনে করে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল তাহলে বিদেশে নেওয়া হতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তার পরিবারই জানাবে।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এরপর গুলিবিদ্ধ ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন : হাদিকে হত্যাচেষ্টা : ফয়সাল করিম মাসুদের ব্যাংক হিসাব জব্দ
এদিকে, ওসমান হাদিকে গুলির ঘটনায় প্রাথমিকভাবে শনাক্ত এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়েছে বলে জানায় পুলিশ। পুলিশকে তার বিষয়ে তথ্য দিলে পুরস্কার প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
অপরদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ওসমান হাদিকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত ফয়সালকে যদি কেউ ধরিয়ে দিতে পারে, তার জন্য সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক