হাদির ওপর হামলা : আটক হান্নানের বিষয়ে যা জানা গেল
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক সন্দেহে আটক হওয়া আব্দুল হান্নানের বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের বাগডাঙ্গায়। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করেছে র্যাব।
আজ রোববার (১৪ ডিসেম্বর) পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫। এটির মালিক সন্দেহে আটক করা আবদুল হান্নানকে রাজধানীর পল্টন থানায় সোপর্দ করা হয়েছে। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকায়।
আরও পড়ুন : হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, আটক ১
ওসি মোস্তফা কামাল বলেন, ‘শনিবার দিনগত রাত ৩টার দিকে র্যাব আমাদের কাছে আব্দুল হান্নানকে রেখে যায়। তার মানে, তাকে আরও আগেই আটক করা হয়েছে।’
ওসি মোস্তফা কামাল আরও বলেন, ‘আমরা হান্নানকে জিজ্ঞাসাবাদ করছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এরপর গুলিবিদ্ধ ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন : হাদির সন্দেহভাজন হামলাকারীর পরিবার বাউফল ছেড়েছে ৩৫ বছর আগে
চিকিৎসকরা জানান, ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফুসফুসে ইনজুরি বিদ্যমান। তবে তার কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে।
এদিকে, ওসমান হাদিকে গুলির ঘটনায় প্রাথমিকভাবে শনাক্ত এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়েছে বলে জানায় পুলিশ। পুলিশকে তার বিষয়ে তথ্য দিলে পুরস্কার প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন : হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক : মেডিকেল বোর্ড
অপরদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ওসমান হাদিকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত ফয়সালকে যদি কেউ ধরিয়ে দিতে পারে, তার জন্য সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক