সহিংসতা পরিহারের আহ্বান ইনকিলাব মঞ্চের
সহিংসতা পরিহার করে বাংলাদেশকে স্থিতিশীল রাখতে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়েছে শহীদ ওসমান হাদির সংগঠন ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানায় সংগঠনটি।
ইনকিলাব মঞ্চের ওই ফেসবুক স্ট্যাটাসে বলা হয়, ওসমান হাদীকে যারা খুন করেছে তাদের হাতে দেশকে তুলে দিয়েন না। ভাঙচুর আর আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে তারা মূলত বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা এই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিপন্ন করতে চায়। ৩২ আর ৩৬ এক জিনিস না, এটা আপনাদের বুঝতে হবে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে পারলে কার কার লাভ সেটা একবার ভেবে দেখুন!
এতে আরও বলা হয়, এই মুহূর্তে বহির্বিশ্বে বাংলাদেশকে একটি জঙ্গি অভয়ারণ্য, নিয়ন্ত্রণহীন রাষ্ট্র হিসেবে পোট্রে করার চেষ্টা করা হচ্ছে, যার কোনো সুফল নেই, উলটো দীর্ঘমেয়াদী দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হতে যাচ্ছি আমরা। ওসমান হাদি তার অ্যাক্টিভিজম, তার রাজনীতির পুরোটা সময়জুড়ে আপনাদেরকে সার্বভৌমত্বের শত্রু চিনিয়েছেন, সেই সঙ্গে তাকে মোকাবিলা করার পথও বাতলে দিয়েছেন।
ইনকিলাব মঞ্চের ফেসবুকে বলা হয়, আমাদের সামনে দীর্ঘ লড়াই। এটাকে কোনোভাবেই দুই-একদিনে হাসিল করা সম্ভব না। বাংলাদেশকে স্থিতিশীল রাখতে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করুন। সহিংসতা পরিহার করুন।

এনটিভি অনলাইন ডেস্ক