দেড়যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান
দীর্ঘ দেড়যুগ পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নয়াপল্টন কার্যালয়ে এসেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টা ৩৫মিনিটে তিনি রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে পৌঁছান। তবে বিকেল ৪টা পর্যন্ত তিনি কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারেন নি।
তারেক রহমান কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় দপ্তরের কর্মকর্তারা।
এদিকে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয়েছে দলীয় কার্যালয়।
তার আগমনকে কেন্দ্র করে দলটির হাজার হাজার নেতাকর্মী সকাল থেকেই নয়াপল্টন এলাকায় জড়ো হন। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে।
দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। কোনো নেতাকর্মীকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সিএসএফ ঘিরে রেখেছে পুরো কার্যালয়। এছাড়াও পুরো নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে কঠোর নজরদারি। এর আগে র্যাবের ‘ডগ স্কোয়াড’ দিয়ে কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রোববার (২৮ ডিসেম্বর) প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ সারেন তারেক রহমান। আজ তিনি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সাংগঠনিক কাজে অংশ নেবেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)