ঢাকা-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আমান উল্লাহ আমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন। ঢাকা-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম তার মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর আমান উল্লাহ আমান দেশবাসী ও নিজ নির্বাচনী এলাকার ভোটারদের কাছে দোয়া প্রার্থনা করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার পুত্র ও ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, যিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মাসুদ রানা, ঢাকা মহানগর ও জেলা (কেরানীগঞ্জ)