খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ডাকসুর দোয়া মাহফিল
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপরে এ আয়োজন করা হয়। এ সময় ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ
ডাকসুর অফিসিয়াল ফেসবুক পেজে তিনটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, আপসহীন সংগ্রামের প্রতীক খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত। আল্লাহ রাব্বুল আলামীন আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের আপসহীন এই নেত্রীকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন।
আরও পড়ুন : আপসহীন নক্ষত্রের বিদায়
পোস্টটি নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে শেয়ার করে ভিপি সাদিক কায়েম লেখেন, আল্লাহ রাব্বুল আলামীন আপসহীন সংগ্রামের প্রতীক খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন (আমিন)।
এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে শোক বার্তা দেয় ডাকসু।
আজ ভোর ৬টায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আপসহীন এই নেত্রী দীর্ঘ চার দশকেরও বেশি রাজনীতিতে সক্রিয় ছিলেন। মৃত্যুকালে দেশের জনপ্রিয় এই নেত্রীর বয়স হয়েছিল ৮০ বছর।

নিজস্ব প্রতিবেদক