সংসদ ভবন এলাকায় পৌঁছেছে খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহবাহী গাড়িবহর রাজধানীর সংসদ ভবন এলাকায় পৌঁছেছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে কড়া নিরাপত্তা ও রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহবাহী ফ্রিজার ভ্যানটি জানাজাস্থলে এসে পৌঁছায়।
এর আগে বেলা ১১টা ৫ মিনিটে গুলশানের বাসা থেকে মরদেহ নিয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার উদ্দেশ্যে রওনা দেয় গাড়িবহর। এ সময় গাড়িবহরে মরহুমার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য ও দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : আপসহীন নক্ষত্রের বিদায়
মরদেহবাহী গাড়িটি যখন মানিক মিয়া এভিনিউতে প্রবেশ করে, তখন সেখানে অপেক্ষমাণ লাখ লাখ শোকার্ত মানুষ অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেত্রীকে স্বাগত জানান।
বাদ জোহর দুপুর ২টায় এখানে খালেদা জিয়ার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা শেষে বিকেল সাড়ে ৩টায় শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
আরও পড়ুন : মায়ের পাশে দোয়ারত তারেক রহমান
মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

এনটিভি অনলাইন ডেস্ক