ঘরে ঢুকে ইলেকট্রিক মিস্ত্রিকে কুপিয়ে হত্যা, আটক ১
মাদারীপুর সদর উপজেলায় নিজ ঘরে ঢুকে জাহিদ শেখ (৪০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রিকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের কুনিয়ারহাট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জাহিদ শেখ ওই এলাকার জবেদ শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, বিকেলে নিজ ঘরে কাজ করছিলেন জাহিদ শেখ। এ সময় হঠাৎ সজিব শেখ আব্দুল্লাহ নামে এক যুবক ঘরে প্রবেশ করে কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে জাহিদকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। একপর্যায়ে তাকে গলা কেটে হত্যা করে ঘাতক। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে অভিযুক্ত সজিব পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশে সোপর্দ করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের স্বজনরা এই হত্যাকাণ্ডের দ্রুত কারণ অনুসন্ধান এবং জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, ইলেকট্রিক মিস্ত্রি জাহিদ শেখ হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সজিব শেখ আব্দুল্লাহকে আটক করা হয়েছে। তাকে বর্তমানে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এম. আর. মুর্তজা, মাদারীপুর