মুস্তাফিজকে বাদ দেওয়া ‘ন্যাক্কারজনক’ : ফারুকী
আইপিএল নিলামে পছন্দের শীর্ষে থাকা বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে হঠকারী সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। দেশটির উগ্রপন্থি হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে ফিজকে।
কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে দলে ভেড়ানোর পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এনে নানা হুমকি দিচ্ছিল ভারতের উগ্র নেতারা। তাদের দাবির মুখে শেষ পর্যন্ত গতকাল শনিবার মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসে।
ভারতের এই সিদ্ধান্তকে ‘ন্যাক্কারজনক’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার রাতেই নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
ফারুকী লিখেছেন, ‘আইপিএলে মুস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন্যাক্কারজনক। এর মধ্যে বাংলাদেশের নাগরিকেরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব্যথিত হয়েছেন।’
ভারতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের যেসব অভিযোগ আছে, বাংলাদেশি খেলোয়াড় নিয়ে বিরোধিতাও একই সূত্রে গাঁথা থাকতে পারে বলে সন্দেহ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার। ফারুকী লিখেছেন, ‘আপনারা জানেন গত কিছুদিন ধরে ভারতে সংখ্যালঘু মানুষের ওপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে উদ্বেগ জানিয়েছে। এই ঘটনাও একই মোটিভ দ্বারা প্রভাবিত কিনা সেটা নিশ্চয়ই সংশ্লিষ্ট মহল খতিয়ে দেখবে।’
আগামী মাসে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে বাংলাদেশও অংশগ্রহণ করবে। বাংলাদেশের সবগুলো ম্যাচই রাখা হয়েছে ভারতে। এমন অবস্থায় বাংলাদেশ ক্রিকেট দল ভারতে কতটা নিরাপদ সেই প্রশ্নও তুলেছেন ফারুকী। তিনি লিখেছেন, ‘ভবিষ্যতে আমাদের ক্রিকেট বা ফুটবল টিম সেখানে কতটা নিরাপদ- এটাও দেখা হবে নিশ্চয়ই।’
মুস্তাফিজকে বাদ দেওয়ার পর বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের দাবি আসছে বিভিন্ন জায়গা থেকে। সেটি নিয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা লিখেছেন, ‘আপনারা যারা আমাকে উদ্দেশ্য করে বাংলাদেশে সব রকম প্লাটফর্মে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করতে বলছেন, তাদের প্রতি আমার বিনীত উত্তর- এটা আসলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিষয়। আমি আপনাদের এই উদ্বেগের বিষয় তথ্য উপদেষ্টা মহোদয়কে জানিয়েছি।’
এর আগে ফেসবুক এক স্ট্যাটাসে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়ার বিষয়ে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।
ওই পোস্টে আসিফ নজরুল লিখেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতিস্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল লিখেছেন, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না।
বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কা নেওয়ার জন্য বিসিবিকে নির্দেশনা দেওয়ার কথা জানিয়ে আসিফ নজরুল লিখেছেন, বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় আয়োজন করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি। আমি তথ্য এবং সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি, বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়া হয়। আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না।

স্পোর্টস ডেস্ক