তারেক রহমানের বাসভবনের সামনে থেকে দুজন আটক
গুলশান থানা। ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের বাসভবনের কাছে সন্দেহজনক গতিবিধির জন্য দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও সিএসএফের সদস্যরা। আজ রোববার (৪ জানুয়ারি) এ ঘটনা ঘটে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন—মো. রুহুল আমিন (৪৬) ও ওমর ফারুক। রুহুল আমিনের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায়। অপরজনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হাসান জানান, রুহুল আমিনকে রোববার সকালে বিভিন্ন দিক থেকে বাসভবন এবং আশপাশের যানবাহনের ছবি তুলতে দেখা গেছে। গতিবিধি সন্দেহজনক হওয়ায় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং আটক করে।
ওসি আরও জানান, এর কিছুক্ষণ পরেই একই এলাকা থেকে ওমর ফারুক নামের আরেকজনকে আটক করা হয়। তার কাছ থেকে দুই প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)