কালকিনিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলায় সম্ভাব্য প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভাটি আয়োজন করে উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম।
সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা নিহার রায়, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, ক্যাপ্টেন মাহমুদ হাসানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
মতবিনিময় সভায় নির্বাচন পরিচালনার সার্বিক প্রস্তুতি, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, ‘সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব কর্মকর্তাকে দায়িত্বশীল ও নিরপেক্ষভাবে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।’

এম. আর. মুর্তজা, মাদারীপুর