কুবিতে প্রকৌশল অনুষদের ৩১ জনকে ডিন’স অ্যাওয়ার্ড

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রকৌশল অনুষদের দুই বিভাগের মোট ৩১ জন শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড এবং ১২ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বৃত্তি দেওয়া হয়েছে। আজ বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় প্রকৌশল অনুষদের হলরুমে এই অনুষ্ঠানটি হয়।
প্রকৌশল অনুষদের অধীনে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট ৩১ জন শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড দেওয়া হয়। এই পুরস্কার তাদের মেধা, পরিশ্রম ও অ্যাকাডেমিক উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী এবং সভাপতিত্ব করেন প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুর রহমান।
উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘আমাদের ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা মেধায় ও জ্ঞানে এগিয়ে থাকলেও প্রকাশভঙ্গির ক্ষেত্রে কিছুটা পিছিয়ে। জ্ঞান অর্জন যথেষ্ট নয়, সেই জ্ঞান আত্মবিশ্বাসের সঙ্গে প্রকাশ করতে জানতে হবে।’ এজন্য শিক্ষকদের ক্লাসে নিয়মিত প্রেজেন্টেশন ও আলোচনার ব্যবস্থা করার অনুরোধ করেন তিনি।
অনুষ্ঠানে প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুর রহমান জানান, উচ্চ শিক্ষার জন্য এই অ্যাওয়ার্ড সফলতার অন্যতম চাবিকাঠি হিসেবে কাজ করবে। প্রকৌশল অনুষদের এই প্রথম অনুষদভিত্তিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।