ঢাকা মেডিকেল কলেজও বন্ধ ঘোষণা
ঢাকা মেডিকেল কলেজ। ফাইল ছবি
ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। চলতি মাসের ২৯ নভেম্বর পর্যন্ত মেডিকেল কলেজটি বন্ধ থাকবে।
আজ রোববার (২৩ নভেম্বর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতিতে রোববার থেকে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন : স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা
এদিকে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজও চলতি মাসের ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ ডা. মাজহারুল ইসলাম শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক