রাবি ভর্তি পরীক্ষায় ৯০ শতাংশ উপস্থিতি, জালিয়াতির অভিযোগে আটক ৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রায় ৯০ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। তবে পরীক্ষা চলাকালীন স্মার্টফোন ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৪ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
বিকেলে ‘সি’ ইউনিটের কো-অর্ডিনেটর ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক গোলাম মর্তুজা পরীক্ষার উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাজশাহীসহ পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে।
আটককৃতদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে দিব্য জ্যোতি সাহা ও মো. শামস আজমাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে লাবিব বিন মাহবুবসহ আরও একজনকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, জালিয়াতির প্রমাণসহ আটককৃতদের পরীক্ষা বাতিল করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রতারণার দায়ে নিয়মিত মামলা করা হবে এবং তদন্ত সাপেক্ষে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল- এই পাঁচটি বিভাগীয় কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ‘সি’ ইউনিটের ১ হাজার ৫৩৬টি আসনের বিপরীতে ১ লক্ষ ২৬ হাজার ২২৫ জন আবেদনকারী ছিলেন। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৮২ জন পরীক্ষার্থী। আগামীকাল ও পরদিন বাকি দুই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আবু ছালেহ শোয়েব, রাজশাহী বিশ্ববিদ্যালয়