কুবির ভর্তি পরীক্ষার কেন্দ্রে অভিভাবকদের প্রবেশ নিষিদ্ধ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। পরীক্ষাকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষাকেন্দ্রে অভিভাবকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (২৮ জানুয়ারি) কুবির প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার সময় কেবল পরীক্ষার্থীরাই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। অভিভাবকদের কোনো অবস্থাতেই ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম জানান, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে পরিবেশ স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হচ্ছে।
এর আগে প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী কুবির ভর্তি পরীক্ষাকেন্দ্রে অভিভাবকদের প্রবেশের অনুমতি ছিল। তবে এ বছর সেই নিয়মে পরিবর্তন আনা হয়েছে।

ফরহাদ হিমু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়