প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন
গাজীপুরের টঙ্গীতে প্রচারণা করতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন ও তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। এসময় কমপক্ষে ১০ জন আহত ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে পুলিশ তাদের উদ্ধার করে মেয়র প্রার্থীর বাড়িতে পাঠিয়ে দিয়েছে।
শনিবার (২০ মে) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত টঙ্গীর ৫৭ নং ওয়ার্ডের গরুহাটা এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টেবিল ঘড়ি প্রতীকের মেয়র প্রার্থী জায়েদা খাতুন ও তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম টঙ্গী এলাকায় প্রচারণা করতে যান। প্রচারণা চলমান অবস্থায় ৫৭ নং ওয়ার্ডে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানের বাড়ির কাছে গরুহাটা এলাকায় গেলে নৌকার মিছিল নিয়ে বেশ কিছু লোক টেবিল ঘড়ির প্রার্থী ও কর্মীদের ঘিরে ফেলে। প্রায় একঘণ্টা টেবিল ঘড়ির প্রার্থী এবং কর্মীদের ঘিরে নৌকার লোকজন মিছিল করতে থাকে। এসময় প্রতিপক্ষের হামলায় কমপক্ষে ১০ জন কর্মী আহত হয়েছে বলে টেবিল ঘড়ি প্রতীকের মেয়র প্রার্থীর পক্ষ থেকে দাবি করা হয়। নৌকার মিছিল টেবিল ঘড়ির মিছিলকে চারিদিক থেকে ঘিরে ফেললে উত্তেজনা তৈরি হয়। এসময় গাড়ি ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আতঙ্কে দোকানপাটও বন্ধ হয়ে যায়।
পুলিশ জানায়, সংবাদ পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে এসে জায়েদা খাতুন ও তার ছেলে জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে। উদ্ধার হওয়ার পর জাহাঙ্গীর আলম তার মাকে নিয়ে টঙ্গী পূর্ব থানায় প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয় ও তাদের গাজীপুরে নিজ বাসায় পাঠিয়ে দেয়।