মসিক নির্বাচনে মেয়র পদে ৭ মনোনয়নপত্র জমা
ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি)। উৎসবমুখর পরিবেশে রিটার্নিং অফিসারের কাছে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মসিক নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত মেয়র পদে সাতজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৬৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মসিক নির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাদেক খান মিল্কি টজু, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু, ফার্মাজ আল নুর তারেক এবং ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বপন মণ্ডল।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে এই সিটি করপোরেশন নির্বাচন। ১৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি আপিল, ১৯ ও ২০ ফেব্রুয়ারি আপিল নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহার ২২ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি।