এ সপ্তাহের সিনেমা
অবশেষে ৫ সিনেমা হলে ‘ছিটমহল’
আজ শুক্রবার দেশের পাঁচটি সিনেমা হলে মুক্তি পেয়েছে এইচ আর হাবিবের সিনেমা ‘ছিটমহল’।
এছাড়া ‘দ্য কিংস ম্যান’, ‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’, ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’, ‘রাত জাগা ফুল’, ‘মিশন এক্সট্রিম’ চলছে দেশের বেশকিছু সিনেমা হলে।
‘ছিটমহল’ সিনেমা ঢাকায় শুধুমাত্র ব্লকবাস্টার সিনেমায় ‘ছিটমহল’ মুক্তি পেয়েছে। ঢাকার বাইরে সিনেমাটি মুক্তি পাচ্ছে চট্টগ্রামের সুগন্ধা, খুলনার শঙ্খ, নারায়াণগঞ্জের সিনেস্কোপ এবং রাজবাড়ির বৈশাখী হলে।
গল্পে তুলে ধরা হয়েছে, ১৯৪৭ সালের দেশ ভাগের করুণ অন্তঃক্ষরণের ৬৮ বছরের বঞ্চনা, যাপিত জীবনে আসা হঠাৎ আলোর ঝলকানি বিনিময়ের কাহিনী। অভিনয় করেন, জান্নাতুল ফেরদৌস পিয়া, মৌসুমি হামিদ, আরমান পারভেজ মুরাদ, শিমুল খান, ডন, সজলসহ অনেকেই।
২০১৫ সালে শুরু হয় ‘ছিটমহল’র শুটিং। এরপর নানা জটিলতায় থেমে ছিল এর মুক্তি। বছর তিনেক আগেই সিনেমাটির পুরো কাজ শেষ হয়।

                  
                                                  বিনোদন ডেস্ক