ঈদের সিনেমা : অনন্ত রেডি, আসছেন তো শাকিব-সিয়াম?
আসন্ন ঈদুল আজহায় বড় বাজেটের তিন সিনেমা মুক্তির গুঞ্জন শোনা যাচ্ছে। সেই তালিকায় আছে অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’, শাকিব খানের ‘লিডার : আমিই বাংলাদেশ’ আর সিয়াম আহমেদের ‘অপারেশন সুন্দরবন’।
এরই মধ্যে ঈদে ১০০ কোটি টাকার বেশি বাজেটের ‘দিন : দ্য ডে’ সিনেমার মুক্তি নিশ্চিত করে প্রচারণা শুরু করেছেন আলোচিত প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল।
এনটিভি অনলাইনের সঙ্গে এক আলাপচারিতায় অনন্ত জানিয়েছেন, ‘সেন্সর ছাড়পত্র পাওয়ার পরপরই প্রচারণা শুরু করে দিয়েছি। আমার সিনেমা দিয়ে এবারের ঈদে আশা করছি বন্ধ অনেক সিনেমা হল চালু হবে।’
আর এক মাসও বাকি নেই পবিত্র ঈদুল আজহার; ‘দিন : দ্য ডে’ সিনেমা ছাড়া অন্য কোনও সিনেমা এখনও প্রচার শুরু করেনি।
চলতি বছরের ফেব্রুয়ারিতেই ঈদুল আজহায় মুক্তির ঘোষণা দিয়েছিল আলোচিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। তবে সুন্দরবনকে জলদুস্যমুক্ত করার অভিযানের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটির আসন্ন ঈদুল আজহায় মুক্তির ব্যাপারটি এখনও চূড়ান্ত নয়।
এনটিভি অনলাইনকে সিনেমাটির পরিচালক দীপংকর দীপন জানিয়েছেন, ‘আমরা ঈদে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, আগামী সপ্তাহে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়বে। সেন্সর পেলে তারপর প্রযোজকেরা মিলে সিদ্ধান্ত জানাবেন ঈদে সিনেমাটি মুক্তি দেবেন কি না।’
‘অপারেশন সুন্দরবন’ সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এনটিভি অনলাইনের কাছে দাবি করেছে, ‘এখনও ভিএফএক্সের কাজ বাকি সিনেমাটির। ঈদে মুক্তি দেওয়া সম্ভব না হলে অন্য সিনেমা প্রস্তুত রাখতে বলা হয়েছে পরিবেশনা প্রতিষ্ঠানকে।’
এদিকে, শাকিব খানের ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার দুটি গানের দৃশ্যধারণসহ বেশ কিছু কাজ এখনও বাকি। সেটি শেষ করেই সিনেমাটি মুক্তি দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া।
বেঙ্গল মাল্টিমিডিয়ার সিইও আশিকুর রহমান এনটিভি অনলাইনের সঙ্গে এক আলাপচারিতায় জানিয়েছেন, ‘সম্পূর্ণ কাজ শেষ করে আমরা সিনেমাটি মুক্তি দিতে চাই। সেটা শেষ করে সেন্সর ছাড়পত্র পেলেই ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি। আমাদের মুক্তির জন্য সব প্রস্তুতি আছে, তবে এখনই বলা যাচ্ছে না ঈদে মুক্তি চূড়ান্ত।’
তবে সিনেমাটির সঙ্গে যুক্ত একটি সূত্র এনটিভি অনলাইনের কাছে নিশ্চিত করেছে, ‘ঈদেই মুক্তি পাচ্ছে সিনেমাটি। শাকিব খান বাকি কাজ শেষ করে দিচ্ছেন।’
সামাজিক সচেতনতামূলক গল্পে তপু খানের পরিচালনায় ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে রয়েছেন শবনম বুবলী। শাকিব-বুবলী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন ফকরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসেরসহ অনেকেই।
তারকাবহুল ‘অপারেশন সুন্দরবন’ বন্যজীবন নিয়ে বাংলাদেশের প্রথম রোমাঞ্চকর কাহিনিচিত্র। সিনেমাটি প্রযোজনা করেছে র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। সিনেমাটিতে অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, দর্শনা বণিক, তাসকীন রহমান, রওনক হাসান, তুয়া চক্রবর্তী, মনোজ প্রামাণিক, সামিনা বাশার, রাইসুল ইসলাম আসাদ, আরমান পারভেজ মুরাদ, নরেশ ভুইয়া, মানস বন্দোপাধ্যায়, মনির খান শিমুল প্রমুখ।
১০০ কোটি টাকার বেশি বাজেটের ‘দিন : দ্য ডে’ সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। নানা সন্ত্রাসগোষ্ঠী দমনে অভিযানে অংশ নেবেন তিনি। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মাণ হয়েছে সিনেমাটি। অনন্ত জলিল, বর্ষা ছাড়াও অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।