বড়দিনে পর্দায় আতঙ্ক ও হাসির মেলবন্ধন : আসছে নতুন ‘অ্যানাকোন্ডা’ ও ‘স্পঞ্জবব’
অ্যানাকোন্ডার নাম শুনলেই অনেকের গা শিউরে ওঠে। বিশালাকৃতির এই ভয়ংকর সাপকে কেন্দ্র করে নির্মিত ‘অ্যানাকোন্ডা’ সিরিজের আগের কাজগুলো এখনো দর্শকের মনে আতঙ্কের স্মৃতি জাগিয়ে তোলে। নতুন প্রজন্মের দর্শকদের সামনে সেই ভয় আবার ফিরছে ভিন্ন আঙ্গিকে। আন্তর্জাতিকভাবে ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে নতুন ‘অ্যানাকোন্ডা’, একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও এটি প্রদর্শিত হবে।
১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘অ্যানাকোন্ডা’র এটি সরাসরি পুনর্নির্মাণ নয়। বরং এটিকে ধরা হচ্ছে একটি মেটা-রিবুট কমেডি-থ্রিলার। পরিচালনায় টম গোর্মিকান। অভিনয়ে রয়েছেন পল রুড, জ্যাক ব্ল্যাক, স্টিভ জ্যান, থান্ডিওয়ে নিউটনসহ আরও অনেকে।
গল্পে ডগ ও গ্রিফ নামের দুই চরিত্র মধ্যবয়সের সংকট কাটাতে শৈশবের প্রিয় ‘অ্যানাকোন্ডা’ নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নেয়। সেই উদ্দেশ্যে তারা পাড়ি জমায় আমাজন জঙ্গলে। কিন্তু শুটিং চলাকালেই বাস্তব এক বিশাল অ্যানাকোন্ডার মুখোমুখি হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
সাম্প্রতিক প্রিমিয়ারে কাজটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও পল রুড ও জ্যাক ব্ল্যাকের পারস্পরিক উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে।
এদিকে অ্যানিমেশনপ্রেমীদের জন্য একই দিনে সুখবর নিয়ে আসছে ‘দ্য স্পঞ্জবব মুভি : সার্চ ফর স্কয়ারপ্যান্টস’। জনপ্রিয় স্পঞ্জবব স্কয়ারপ্যান্টস সিরিজের এটি চতুর্থ প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত কাজ, যা ২৫ ডিসেম্বর স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে।
গল্পে হারিয়ে যাওয়া পোষা শামুক গ্যারিকে খুঁজতে সমুদ্রের গভীরে বিপজ্জনক অভিযানে নামে স্পঞ্জবব। পথে ভূত জলদস্যু ফ্লাইং ডাচম্যানের মুখোমুখি হয়ে শুরু হয় রোমাঞ্চ ও হাস্যরসে ভরা যাত্রা।
১৯ ডিসেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তির পর এটি ইতিবাচক সাড়া পেয়েছে। রটেন টমেটোসে ৮৭ শতাংশ ইতিবাচক রিভিউ বড়দিনের ছুটিতে পরিবার নিয়ে দেখার উপযোগী বিনোদনের ইঙ্গিত দিচ্ছে।

বিনোদন ডেস্ক