বিশ্বের সঙ্গে একই দিনে ঢাকায় মুক্তি পেল ‘অ্যাভাটার’
জেমস ক্যামেরনের প্রখ্যাত কল্পবিজ্ঞান সিরিজ ‘অ্যাভাটার’-এর তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। বিশ্বের সঙ্গে একই দিনে দেশের স্টার সিনেপ্লেক্সেও দর্শকদের সামনে এসেছে সিনেমাটি।
২০০৯ সালে প্রথম কিস্তির মাধ্যমে বৈশ্বিক আলোচনায় উঠে আসে ‘অ্যাভাটার’। সেই ধারাবাহিকতায় ২০২২ সালে মুক্তি পাওয়া দ্বিতীয় কিস্তি ‘দ্য ওয়ে অব ওয়াটার’ আয় করে প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন ডলার। নতুন কিস্তিতেও ক্যামেরনের ভিজ্যুয়াল নির্মাণ দর্শককে বড় পর্দার অভিজ্ঞতার দিকেই টেনে নিচ্ছে।
এবারের গল্পের কেন্দ্রে রয়েছে সুলি পরিবার। নতুন সংকটের পাশাপাশি ‘আগুন উপজাতি’র আবির্ভাব কাহিনিতে যোগ করেছে ভিন্ন মাত্রার উত্তেজনা। সমালোচকদের মতে, বড় পর্দায় সিনেমাটি দেখার অভিজ্ঞতা আলাদা গুরুত্ব পায়।
সিনেমার সংগীতেও রয়েছে দীর্ঘ প্রস্তুতির ছাপ। সাইমন ফ্র্যাংলেনের সাত বছর ধরে নির্মিত ১,৯০৭ পাতার অর্কেস্ট্রা স্কোর ও নতুন বাদ্যযন্ত্র ব্যবহারে সংগীত অংশটি আলাদা পরিচয় পেয়েছে।
জেমস ক্যামেরন জানিয়েছেন, বক্স অফিসের ফলই নির্ধারণ করবে ‘অ্যাভাটার’ সিরিজের ভবিষ্যৎ।

বিনোদন ডেস্ক