ঈদে এনটিভিতে ৭ পর্বের নাটক ‘কাঁটা হেরি ক্ষান্ত কেন’
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি আয়োজন করেছে সাত দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। দেশের জনপ্রিয় সব তারকাদের নিয়ে নির্মিত একক নাটক, ধারাবাহিক নাটক, নৃত্যানুষ্ঠান, ক্রীড়ানুষ্ঠান, ইসলামী অনুষ্ঠান, বাংলা সিনেমাসহ বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানমালা।
এরই ধারাবাহিকতায় এনটিভিতে ঈদের সাত দিন রাত ৯টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘কাঁটা হেরি ক্ষান্ত কেন’। বৃন্দাবন দাশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা।
ধারাবাহিকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, শাহানাজ খুশী, নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, নাদিয়া মিম, প্রাণ রায়, শিরিন আলম, মাসুদ রানা মিঠু, সোহানা শারমিন প্রমুখ।
নাটকের গল্প এমন—জন্মসূত্রে নাম ছিল আলতাফ হোসেন। দাদি আদর করে ডাকত আলতু বলে। বয়স বাড়ার সাথে সাথে কে আলতুকে ‘ফালতু’ বলে সম্বোধন করেছিল, সে ইতিহাস জানা না গেলেও বর্তমানে ওই ফালতু নামের নিচেই চাপা পড়ে গেছে। আলতাফের বৈশিষ্ট্যই হচ্ছে গ্রামের যেকোনো ঘটনায় সে সবার আগে ঘটনাস্থলে উপস্থিত হবে এবং নিজ দায়িত্বে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।
লেখাপড়ার দৌড় তেমন নেই আলতাফের। তবে সব সময় তার কাছে একটা ইংরেজি পত্রিকা থাকে। এ নিয়ে স্ত্রীর সাথে তার প্রতিদিন ঝামেলা হয়, তবে গায়ে মাখে না। নিজেকে সে একজন পরামর্শক দাবি করে। আলতাফ হোসেন হঠাৎ একদিন একটা বড় ‘ফালতু’ ঘটনা ঘটিয়ে ফেলে, মৃত্যুর পর তার দেহটি মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষার কাজে ব্যবহারের জন্য দান করার ঘোষণা দিয়ে। এর পর কী ঘটল? তা দেখতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।