ঈদে এনটিভির সাত দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি আয়োজন করেছে সাত দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। দেশের জনপ্রিয় সব তারকাদের নিয়ে নির্মিত একক নাটক, ধারাবাহিক নাটক, নৃত্যানুষ্ঠান, ক্রীড়ানুষ্ঠান, ইসলামী অনুষ্ঠান, বাংলা সিনেমাসহ বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানমালা।
আসুন, এক ঝলকে দেখে নিই ঈদের সাত দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে কী কী থাকছে—
ঈদের আগের দিন (চাঁদরাত)
রাত ৯টায় বিশেষ সংগীতানুষ্ঠান : গান হোক উৎসবে। উপস্থাপনা করেছেন ফারজানা বীথি। প্রযোজক জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফা। কণ্ঠ শিল্পী লিজা, প্রিয়াঙ্কা বিশ্বাস ও অপু আমান।
ঈদুল ফিতরের প্রথম দিন
সকাল ৭টায় ইসলামী অনুষ্ঠান : আপনার জিজ্ঞাসা। প্রযোজনা করেছেন শাহ মোহাম্মদ সাইফুল্লাহ। উপস্থাপনা করেছেন জয়নুল আবেদীন। ৮টায় ঈদ জামাত, সরাসরি। ৮টা ৩০ মিনিটে শিশুতোষ অনুষ্ঠান : এসো পাখা মেলি। প্রযোজনা কাজী মোহাম্মদ মোস্তফা। ৯টায় বিশেষ নাটক : অপশনাল বয়ফ্রেন্ড। রচনা গোলাম সারোয়ার অনিক। পরিচালনা মেহেদী হাসান জনি। অভিনয়ে মিশু সাব্বির, সামিরা খান মাহি, হৃদয় আমিন, শারমিন সাথী, শাওন, রাগিব, পিয়াল প্রমুখ। ১০টা ৫ মিনিটে বাংলা ছায়াছবি : ঢাকা অ্যাটাক। পরিচালনা দীপংকর দীপন। অভিনয়ে আরিফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন, নওশাবা, শিপন মিত্র, আফজাল খান, আলমগীর, শতাব্দী ওয়াদুদ, তাসকিন রহমান, মোহাম্মদ আলী হায়দার প্রমুখ।
দুপুর ২টা ২৫ মিনিটে বাংলা ছায়াছবি : খোদার পরে মা। পরিচালনা শাহীন সুমন। অভিনয়ে শাকিব খান, সাহারা, ববিতা, মিশা সওদাগর, কাজী হায়াত, সাদেক বাচ্চু প্রমুখ। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নৃত্যানুষ্ঠান : ভালোবাসি তোমায়। প্রযোজনা জাহাঙ্গীর চৌধুরী। অংশগ্রহণে সিনথিয়া, অমিত চৌধুরী, লাবণ্য, আবু নাঈম, মারিয়া, শাওন শান, নিসা, রণবীর। ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক : হোয়াট ইজ লাভ। পর্ব ০১। রচনা গোলাম রাব্বানী। পরিচালনা তুহিন হোসেন। অভিনয়ে মোশাররফ করিম, সালাউদ্দীন লাভলু, সারিকা সাবা, মাইমুনা মম, রোবেনা রেজা জুঁই, আহসান হাবিব নাসিম, শহীদুল্লাহ সবুজ প্রমুখ।
রাত ৭টা ৫৫ মিনিটে একক নাটক : নয়নতারা। রচনা ইসরাত আহমেদ। পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে মোশাররফ করিম, শবনম ফারিয়া, শহীদুল আলম সাচ্চু, শিল্পী সরকার অপু, আমান, মুনতাহা প্রমুখ। ৯টায় বাংলায় ডাবিংকৃত ড্রামা সিরিজ : কুরুলুস উসমান গাজী। ৯টা ৩০ মিনিটে একক নাটক : ইনডোর প্রেম আউটডোর ভালোবাসা। রচনা গোলাম রাব্বানী। পরিচালনা তুহিন হোসেন। অভিনয়ে জোভান, তাসনিয়া ফারিণ, নিশাত তাসনিম, ফারহান লিমন, হিন্দোল রায়, রাশেদা রাখী। ১১টা ৫ মিনিটে একক নাটক : কোলাহলের পর। চিত্রনাট্য ডা. জাহান সুলতানা। রচনা ও পরিচালনা শিহাব শাহীন। অভিনয়ে মুশফিক আর ফারহান, কেয়া পায়েল প্রমুখ। ১২টায় কিংবদন্তির গান : আনোয়ার পারভেজ। প্রযোজনা জাহাঙ্গীর চৌধুরী। উপস্থাপনা মৌসুমী মৌ। শিল্পী রাজিব ও লিজা।
ঈদুল ফিতরের দ্বিতীয় দিন
সকাল ৮টায় বিশেষ সেলিব্রেটি শো : তারকা জুটি। প্রযোজনা মোহাম্মদ নূরুজ্জামান। উপস্থাপনা ফারজানা বীথি। অংশগ্রহণে সিয়াম আহমেদ ও পূজা চেরি। ৮টা ৩০ মিনিটে নৃত্যানুষ্ঠান : ভালোবাসি তোমায়। প্রযোজনা জাহাঙ্গীর চৌধুরী।অংশগ্রহণে সিনথিয়া, অমিত চৌধুরী, লাবণ্য, আবু নাঈম, মারিয়া, শাওন শান, নিসা, রণবীর। ৯টায় একক নাটক : নয়নতারা। রচনা ইসরাত আহমেদ। পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে মোশাররফ করিম, শবনম ফারিয়া, শহীদুল আলম সাচ্চু, শিল্পী সরকার অপু, আমান, মুনতাহা প্রমুখ। ১০টা ৫টা বাংলা ছায়াছবি : শিকারি। পরিচালনা ইস্পাহানী আরিফ জাহান। অভিনয়ে শাকিব খান, পূর্ণিমা, রুবেল, ডিপজল, শিবা শানু প্রমুখ।
দুপুর ২টা ২৫ মিনিটে বাংলা ছায়াছবি : বাদশা। পরিচালনা বাবা যাদব ও আব্দুল আজিজ। অভিনয়: জিৎ, নুসরাত ফারিয়া, ফেরদৌস, রজতাভ দত্ত প্রমুখ। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নৃত্যানুষ্ঠান : চৈতালী হাওয়া। প্রযোজনা হাসান ইউসুফ খান। অংশগ্রহণে প্রীতম, ইচ্ছা, স্মিতা দে, উপমা রুহী, নিপুণ, আবুল হাসান তপন, ঈশা, জুয়েল সরকার, শোভিকা হেনা হোসেন, জসিম প্রমুখ। ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক : হোয়াট ইজ লাভ। পর্ব ০২। রচনা গোলাম রাব্বানী। পরিচালনা তুহিন হোসেন।অভিনয়ে মোশাররফ করিম, সালাউদ্দীন লাভলু, সারিকা সাবা, মাইমুনা মম, রোবেনা রেজা জুঁই, আহসান হাবিব নাসিম, শহীদুল্লাহ সবুজ প্রমুখ।
রাত ৭টা ৫৫ মিনিটে একক নাটক : রুনু ভাই ২। রচনা : শিহাব শাহীন ও মেজবাহ উদ্দীন সুমন। পরিচালনা শিহাব শাহীন। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, সাবিলা নূর প্রমুখ। ৯টায় বাংলায় ডাবিংকৃত ড্রামা সিরিজ : কুরুলুস উসমান গাজী। ৯টা ৩০ মিনিটে একক নাটক : বিভোর। রচনা ও পরিচালনা শিহাব শাহীন। অভিনয়ে আফরান নিশো, সাবিলা নূর প্রমুখ। ১১টা ৫ মিনিটে একক নাটক : অ্যালগরিদম। রচনা ও পরিচালনা ফরহাদ আহমেদ। অভিনয়ে তাহসান খান, অর্চিতা স্পর্শিয়া প্রমুখ। ১২টায় কিংবদন্তির গান : সুবল দাস। প্রযোজনা কাজী মোহাম্মদ মোস্তফা। উপস্থাপনা তাসনুভা মোহনা। শিল্পী আতিক ও হৈমন্তী রক্ষিত।
ঈদুল ফিতরের তৃতীয় দিন
সকাল ৮টায় বিশেষ সেলিব্রেটি শো : সঞ্চালক যখন আলোচক। উপস্থাপনায় আলিফ। অংশগ্রহণে ফারাহ শারমিন, তানিয়া হোসেন, সামিয়া ও নওশীন। ৮টা ৩০ মিনিটে নৃত্যানুষ্ঠান : চৈতালী হাওয়া। প্রযোজনা হাসান ইউসুফ খান। অংশগ্রহণে প্রীতম, ইচ্ছা, স্মিতা দে, উপমা রুহী, নিপুন, আবুল হাসান তপন, ঈশা, জুয়েল সরকার, শোভিকা হেনা হোসেন, জসিম প্রমুখ। ৯টায় একক নাটক : রুনু ভাই ২। রচনা শিহাব শাহীন ও মেজবাহ উদ্দীন সুমন। পরিচালনা শিহাব শাহীন। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, সাবিলা নূর প্রমুখ। ১০টা ৫ মিনিটে বাংলা ছায়াছবি : ফাঁদ। পরিচালনা শাফিউদ্দীন শাফি। অভিনয়ে শাকিব খান, আঁচল, কাজী হায়াৎ, অমিত হাসান, রেবেকা, আরমান প্রমুখ।
দুপুর ২টা ২৫ মিনিটে বাংলা ছায়াছবি : রক্ত। পরিচালনায় সুমন। অভিনয়ে পরী মণি, রোশান, অমিত হাসান, আশীষ বিদ্যার্থী প্রমুখ। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নৃত্যানুষ্ঠান : নীল প্রজাপতি। প্রযোজনা কাজী মোহাম্মদ মোস্তফা। অংশগ্রহণে চাঁদনী, ইভান, নাঈম, সুহী, আলিফ, মাটি, সজীব, সাহেদ, সিনথিয়া, শফিক, লোটাস, শামীম, ইচ্ছা, বারিশ প্রমুখ। ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক : হোয়াট ইজ লাভ। পর্ব ০৩। রচনা গোলাম রাব্বানী। পরিচালনা তুহিন হোসেন। অভিনয়ে মোশাররফ করিম, সালাউদ্দীন লাভলু, সারিকা সাবা, মাইমুনা মম, রোবেনা রেজা জুঁই, আহসান হাবিব নাসিম, শহীদুল্লাহ সবুজ প্রমুখ।
রাত ৭টা ৫৫ মিনিটে একক নাটক : আদার হাফ। গল্প মোসাব্বের হোসেন মুয়ীদ। চিত্রনাট্য ও পরিচালনা মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে তাহসান খান, বিদ্যা সিনহা সাহা মীম প্রমুখ। ৯টায় বাংলায় ডাবিংকৃত ড্রামা সিরিজ : কুরুলুস উসমান গাজী। ৯টা ৩০ মিনিটে একক নাটক : পালিয়ে বিয়ে। রচনা গোলাম সারোয়ার অনিক। পরিচালনা বি ইউ শুভ। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, সারিকা সাবরিন, মনিরা মিঠু, শহীদ্দুন্নবী প্রমুখ। ১১টা ৫ মিনিটে একক নাটক : আমার কেরানি বাবা। রচনা ও পরিচালনা শ্রাবণী ফেরদৌস। অভিনয়ে ফজলুর রহমান বাবু, তাসনিয়া ফারিণ, তামিম মৃধা, অনুশিলা জয়ন্তী প্রমুখ। ১২টায় কিংবদন্তির গান : আলাউদ্দীন আলী। প্রযোজনা কাজী মোহাম্মদ মোস্তফা। উপস্থাপনা লাবণ্য। শিল্পী রাকিবা ইসলাম ঐশী ও অপু আমান।
ঈদুল ফিতরের চতুর্থ দিন
সকাল ৮টায় বিশেষ সেলিব্রেটি শো : ডিরেক্টর ভার্সেস অ্যাক্টর। প্রযোজনা কাজী মোহাম্মদ মোস্তফা। উপস্থাপনা মারিয়া নূর। অংশগ্রহণে অনিমেষ আইচ, সুমন আনোয়ার, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, আশনা হাবিব ভাবনা, মৌসুমি হামিদ ও শবনম ফারিয়া। ৮টা ৩০ মিনিটে নৃত্যানুষ্ঠান : নীল প্রজাপতি। প্রযোজনা কাজী মোহাম্মদ মোস্তফা। অংশগ্রহণে চাঁদনী, ইভান, নাঈম, সুহী, আলিফ, মাটি, সজীব, টুইংক, সাহেদ, সিনথিয়া, শফিক, লোটাস, শামীম, ইচ্ছা, বারিশ প্রমুখ। ৯টায় নাটক : আদার হাফ। গল্প মোসাব্বের হোসেন মুয়ীদ। চিত্রনাট্য ও পরিচালনা মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে তাহসান খান, বিদ্যা সিনহা সাহা মীম প্রমুখ। ১০টা ৫ মিনিটে বাংলা ছায়াছবি : ভালোবাসা সীমাহীন। পরিচালনা শাহ আলম মন্ডল। অভিনয়ে পরী মণি, আনিসুর রহমান মিলন, জায়েদ খান, সাদেক বাচ্চু, মিজু আহমেদ প্রমুখ।
দুপুর ২টা ২৫ মিনিটে বাংলা ছায়াছবি : জান আমার জান। পরিচালনা এম বি মানিক। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, উজ্জ্বল, সুচরিতা, মিশা সওদাগর প্রমুখ। ৬টা ১০ মিনিটে নৃত্যানুষ্ঠান : মন মহুয়ার তালে। প্রযোজনা মোহাম্মদ নূরুজ্জামান। অংশগ্রহণে বিভিন্ন অঞ্চলের আদিবাসী শিল্পীবৃন্দ। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক : হোয়াট ইজ লাভ। পর্ব ০৪। রচনা গোলাম রাব্বানী। পরিচালনা তুহিন হোসেন। অভিনয়ে মোশাররফ করিম, সালাউদ্দীন লাভলু, সারিকা সাবা, মাইমুনা মম, রোবেনা রেজা জুঁই, আহসান হাবিব নাসিম, শহীদুল্লাহ সবুজ প্রমুখ।
রাত ৭টা ৫৫ মিনিটে একক নাটক : কণা। রচনা অনামিকা মন্ডল। পরিচালনা মেহেদী হাসান জনি। অভিনয়ে মিশু সাব্বির, সারিকা সাবা, আফরোজা মিমি, শাহেদ আলী সুজন, শিরিন আলম প্রমুখ। ৯টায় বাংলায় ডাবিংকৃত ড্রামা সিরিজ : কুরুলুস উসমান গাজী। ৯টা ৩০ মিনিটে একক নাটক : পালকি। রচনা গোলাম সারোয়ার অনিক। পরিচালনা রাফাত মজুমদার রিংকু।অভিনয়ে তৌসিফ মাহবুব, তানজিন তিশা, আব্দুল্লাহ রানা প্রমুখ। ১১টা ৫ মিনিটে একক নাটক : আমি কেন। গল্প মাসুম রেজওয়ান। চিত্রনাট্য ও পরিচালনা মেহেদী হাসান জনি। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ, শহীদুন্নবী, শারমিন স্বাতী, রকি খান প্রমুখ। ১২টায় কিংবদন্তির গান রবিন ঘোষ। প্রযোজনা মোহাম্মদ নূরুজ্জামান। উপস্থাপনা নীল এইচ জাহান। শিল্পী মুহিন ও নন্দিতা।
ঈদুল ফিতরের পঞ্চম দিন
সকাল ৮টায় বিশেষ সেলিব্রেটি শো : প্রশ্নের মুখোমুখি। প্রযোজনা জাহাঙ্গীর চৌধুরী। উপস্থাপনা মুনমুন। অংশগ্রহণে শবনম ফারিয়া, জিনাত শানু স্বাগতা, সোনিয়া হোসেন, শাহাদাত হাসেন, শাহেদ আলী সুজন, শতাব্দী ওয়াদুদ। ৮টা ৩০ মিনিটে নৃত্যানুষ্ঠান : মন মহুয়ার তালে। প্রযোজনা মোহাম্মদ নূরুজ্জামান। অংশগ্রহণে বিভিন্ন অঞ্চলের আদিবাসী শিল্পীবৃন্দ। ৯টায় একক নাটক : কণা। রচনা অনামিকা মন্ডল। পরিচালনা মেহেদী হাসান জনি। অভিনয়ে মিশু সাব্বির, সারিকা সাবা, আফরোজা মিমি, শাহেদ আলী সুজন, শিরিন আলম প্রমুখ। ১০টা ৫ মিনিটে বাংলা ছায়াছবি : বাদশা। পরিচালনা বাবা যাদব ও আব্দুল আজিজ। অভিনয়ে জিৎ, নুসরাত ফারিয়া, ফেরদৌস, রজতাভ দত্ত প্রমুখ।
দুপুর ২টা ২৫ মিনিটে বাংলা ছায়াছবি : দুই পৃথিবী। পরিচালনা এফ আই মানিক। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, অহনা, আলমগীর, দিতি, ডলি জহুর, মিশা সওদাগর প্রমুখ। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নৃত্যানুষ্ঠান : নাচিছে ঘূর্ণি বায়। প্রযোজনা হাসান ইউসুফ খান। নৃত্য পরিচালক: ওয়ার্দা রিহাব। অংশগ্রহণে ধৃতি নৃত্যালয়ের শিল্পীবৃন্দ। ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক : হোয়াট ইজ লাভ। পর্ব ০৫। রচনা গোলাম রাব্বানী। পরিচালনা তুহিন হোসেন। অভিনয়ে মোশাররফ করিম, সালাউদ্দীন লাভলু, সারিকা সাবা, মাইমুনা মম, রোবেনা রেজা জুঁই, আহসান হাবিব নাসিম, শহীদুল্লাহ সবুজ প্রমুখ।
রাত ৭টা ৫৫ মিনিটে একক নাটক : নবাবী প্রেম। রচনা রিফাত আদনান পাপন। পরিচালনা মো. তৌফিকুল ইসলাম। অভিনয়ে তৌসিফ মাহবুব, তানজিন তিশা, শহীদুল আলম সাচ্চু, সমু চৌধুরী, মিলি বাশার প্রমুখ। রাত ৯টায় বাংলায় ডাবিংকৃত ড্রামা সিরিজ : কুরুলুস উসমান গাজী। ৯টা ৩০ মিনিটে একক নাটক : জামাই রাজা। রচনা জুয়েল এলিন। পরিচালনা সোহেল হাসান। অভিনয়ে মোশাররফ করিম, সালহা খানম নাদিয়া, শেলী আহসান, খায়রুল আলম টিপু প্রমুখ। ১১টা ৫ মিনিটে একক নাটক : ফেরিওয়ালা। রচনা মিজানুর রহমান বেলাল। পরিচালনা রাকেশ বসু। অভিনয়ে মিশু সাব্বির, সামিরা খান মাহি, মাসুম বাশার প্রমুখ। ১২টায় কিংবদন্তির গান : সত্য সাহা। প্রযোজনা হাসান ইউসুফ খান। উপস্থাপনা ফারজানা বীথি। শিল্পী রাশেদ ও ঝিলিক।
ঈদুল ফিতরের ষষ্ঠ দিন
সকাল ৮টায় বিশেষ সেলিব্রেটি শো : একের ভিতরে দুই। প্রযোজনা ওয়াহিদুল ইসলাম শুভ্র। অংশগ্রহণে পুতুল, লিজা, লুইপা, প্রিয়াংকা, বৃষ্টি প্রমুখ। ৮টা ৩০ মিনিটে নৃত্যানুষ্ঠান : নাচিছে ঘূর্ণি বায়। প্রযোজনা : হাসান ইউসুফ খান। অংশগ্রহণে ধৃতি নৃত্যালয়ের শিল্পীবৃন্দ। ৯টায় একক নাটক : নবাবী প্রেম। রচনা রিফাত আদনান পাপন। পরিচালনা মো. তৌফিকুল ইসলাম। অভিনয়ে তৌসিফ মাহবুব, তানজিন তিশা, শহীদুল আলম সাচ্চু, সমু চৌধুরী, মিলি বাশার প্রমুখ। ১০টা ৫ মিনিটে বাংলা ছায়াছবি : রক্ত। পরিচালনা সুমন। অভিনয়ে পরী মণি, রোশান, অমিত হাসান, আশীষ বিদ্যার্থী প্রমুখ।
দুপুর ২টা ২৫ মিনিটে বাংলা ছায়াছবি : নয়ন ভরা জল। পরিচালনা মোহম্মদ হাননান। অভিনয়ে শাকিব খান, শাবনূর, শাহনূর, আফজাল শরীফ, সাদেক বাচ্চু, ম সিরাজ হায়দার প্রমুখ। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নৃত্যানুষ্ঠান : লাল সবুজের দোলা। প্রযোজনা রফিকুল ইসলাম। অংশগ্রহণে শিরিন শিলা, চাঁদনী, শামীম, লোটাস, সিনথিয়া, ইয়াসমিন, নন্দন, অনন্যা বণিক ও ইমরান। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক: হোয়াট ইজ লাভ। পর্ব ০৬। রচনা গোলাম রাব্বানী। পরিচালনা তুহিন হোসেন।অভিনয়ে মোশাররফ করিম, সালাউদ্দীন লাভলু, সারিকা সাবা, মাইমুনা মম, রোবেনা রেজা জুঁই, আহসান হাবিব নাসিম, শহীদুল্লাহ সবুজ প্রমুখ।
রাত ৭টা ৫৫ মিনিটে একক নাটক : কনফিউশন। রচনা ও পরিচালনা তারেক রহমান। অভিনয়ে খায়রুল বাশার, সাবিলা নূর, আজিজুল হাকিম, সাবেরী আলম, মিলি বাশার, মিমো প্রমুখ। ৯টায় বাংলায় ডাবিংকৃত ড্রামা সিরিজ : কুরুলুস উসমান গাজী। ৯টা ৩০ মিনিটে একক নাটক : ভালো হয়ে যাও। রচনা ও পরিচালনা প্রীতি দত্ত। অভিনয়ে মিশু সাব্বির, নাদিয়া মীম, রকি খান প্রমুখ। ১১টা ৫ মিনিটে একক নাটক : ব্রেকাপ কোনো ব্যাপার না। রচনা পাপ্পু রাজ। পরিচালনা মুসাফির রনি। অভিনয়ে নিলয় আলমগীর, জে এস হিমি, মাসুম বাশার, মিলি বাশার, ইমরান আজাদ প্রমুখ। ১২টায় কিংবদন্তির গান : খন্দকার নুরুল আলম। প্রযোজনা রফিকুল ইসলাম। উপস্থাপনা নুঝহাত সাওম। শিল্পী টুটুল খান ও প্রিয়াংকা বিশ্বাস।
ঈদুল ফিতরের সপ্তম দিন
সকাল ৮টায় বিশেষ সেলিব্রেটি শো : প্রজন্মধারা। প্রযোজনা হাসান ইউসুফ খান। উপস্থাপনা সুজিত মোস্তাফা। অংশগ্রহণে মুনমুন আহমেদ ও অপরাজিতা। ৮টা ৩০ মিনিটে নৃত্যানুষ্ঠান : লাল সবুজের দোলা। প্রযোজনা রফিকুল ইসলাম। অংশগ্রহণে শিরিন শিলা, চাঁদনী, শামীম, লোটাস, সিনথিয়া, ইয়াসমিন, নন্দন, অনন্যা বণিক ও ইমরান। ৯টায় একক নাটক : কনফিউশন। রচনা ও পরিচালনা তারেক রহমান। অভিনয়ে খায়রুল বাশার, সাবিলা নূর, আজিজুল হাকিম, সাবেরী আলম, মিলি বাশার, মিমো প্রমুখ। ১০টা ৫ মিনিটে বাংলা ছায়াছবি : কষ্ট। পরিচালনা কাজী হায়াৎ। অভিনয়ে মান্না, মৌসুমী, শাকিল খান, মৌ, আনোয়ার হোসেন, সিরাজ হায়দার, কাজী হায়াৎ প্রমুখ।
দুপুর ২টা ২৫ মিনিটে বাংলা ছায়াছবি : হিটম্যান। পরিচালনা ওয়াজেদ আলী সুমন। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, বিপাশা, জয় চৌধুরী, শিরিন শিলা, সুজাতা, মিশা সওদাগর প্রমুখ। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নৃত্যানুষ্ঠান : বাঁধনহারা। প্রযোজনা ওয়াহিদুল ইসলাম শুভ্র। অংশগ্রহণে স্কাই স্টর্মের শিল্পীবৃন্দ। ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক : হোয়াট ইজ লাভ। পর্ব ০৭। রচনা গোলাম রাব্বানী। পরিচালনা তুহিন হোসেন। অভিনয়ে মোশাররফ করিম, সালাউদ্দীন লাভলু, সারিকা সাবা, মাইমুনা মম, রোবেনা রেজা জুঁই, আহসান হাবিব নাসিম, শহীদুল্লাহ সবুজ প্রমুখ।
রাত ৭টা ৫৫ মিনিটে একক নাটক : টোনাটুনির রিসোর্ট। রচনা মেজবাহ উদ্দীন সুমন। পরিচালনা তুহিন হোসেন। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, তানজিন তিশা, শহীদুল্লাহ সবুজ, আপন প্রমুখ। ৯টায় বাংলায় ডাবিংকৃত ড্রামা সিরিজ : কুরুলুস উসমান গাজী। ৯টা ৩০ মিনিটে একক নাটক : তন্দুরি চিকেন। রচনা রাজিবুল ইসলাম রাজিব। পরিচালনা মেহেদী রনি।অভিনয়ে মারজুক রাসেল, সেমন্তি সৌমী, আব্দুল্লাহ রানা, আয়রা, হাসিমুন প্রমুখ। ১১টা ৫ মিনিটে একক নাটক : কবি সাবধান, সামনে বিয়ে। রচনা নাসির আহমেদ দুর্জয়। পরিচালনা এস এম রায়হান শরীফ। অভিনয়ে ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, কাজী উজ্জ্বল, সিয়াম নাসির, তুতিয়া ইয়াসমিন পাপিয়া প্রমুখ। ১২টায় কিংবদন্তির গান : শাহনাজ রহমতুল্লাহ। প্রযোজনা ওয়াহিদুল ইসলাম শুভ্র। উপস্থাপনা লাবণ্য। শিল্পী হৈমন্তি রক্ষিত ও মুহিন।