ঈদে ওয়েবভিত্তিক সব মাধ্যমে বান্নাহ
ছোট পর্দার তারকা নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ এবারের ঈদে ইউটিউব, টিভি, ওটিটি সব মাধ্যম মিলিয়ে ২০টির অধিক কনটেন্ট নির্মাণ করেছেন। বরাবরের মতো এবারও রয়েছে কনটেন্টে ভিন্নতা।
দেশে ইউটিউব জনপ্রিয় হওয়ার প্রথম দিকে প্রথম থটফিল্ম তৈরি করেছিলেন বান্নাহ। নতুন আইডিয়ায় সেসব কাজ দর্শক পছন্দ করেছিল। এবার নির্মাণ করেছেন সাতটি থটফিল্ম। এ প্রসঙ্গে বান্নাহর ভাষ্য বলেন, ‘সাত গল্পে ভিন্ন ভিন্ন বার্তা আছে। যে ইতিবাচক বার্তাগুলো নাটকের মাধ্যমে বলা হয় না, সেগুলো থটফিল্মে দেওয়া হয়েছে। সাতটি সাহসী গল্পের সাহসী নির্মাণ।’
বান্নাহর প্রতিটি থটফিল্ম গড়ে ৩০ মিনিটের, যেখানে অভিনয় করেছেন নিলয় আলমগীর, শামীম হাসান, জায়ের আলভি, পারসা ইভানা, সামিরা মাহি, সামান্তা প্রমুখ।
এবারের ঈদে আটটি নাটক নির্মাণ করেছেন বান্নাহ; যার মধ্যে দুটি নির্মাণ করেছেন এনটিভির জন্য। জোভান-মাহির ‘মানুষ টোকাই’ আর ফজলুর রহমান বাবুর ‘ড্রেসআপ সেন্স নাই’। বাকিগুলো হলো ‘আমি মধ্যবিত্ত বলছি’, ‘সাইট ক্যারেকটার, ‘টিচিং নাকি চিটিং’, ‘বাবা তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাব’, ‘এক্সপোজস্ট ও ‘ছেলেটির মুখ খারাপ’।
বান্নাহর বানানো সিঙ্গেল সিন স্টোরি ‘ত্রিপল এস’ আসছে বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে। বান্নাহ জানান, ‘এগুলো ওটিটির জন্য বানানো কাজ না। তিনটি কনটেন্ট গেল ঈদে ফেসবুক ও ইউটিউবে উন্মুক্তের পর বঙ্গ থেকে আরও কিছু কনটেন্ট চায়। সব মিলিয়ে নতুন করে ১৪টি শর্টফিল্ম বানানো হয়েছে।’
সায়েন্স ফিকশন, অ্যান্থলজি, হরর, ফ্যান্টাসি, রোমান্স, ফ্যামিলি-সোশ্যাল- ইমোশনাল-ইয়ুথ ড্রামা, ডার্ক ড্রামা, থ্রিলারসহ বিভিন্ন ঘরানার এক্সপেরিমেন্ট শর্টফিল্ম তৈরি করেন বান্নাহ। তিনি বলেন, ‘কাজগুলো আমি বানিয়েছি, ওটিটি পছন্দ করে নিয়েছে। তাই ওটিটির জন্য আমার ডেব্যু প্রজেক্ট না।’
ঈদের কাজ প্রসঙ্গে বান্নাহ বললেন, ‘এবার সব মাধ্যমের দর্শক আমার কাজগুলো দেখতে পাচ্ছেন। টিভিতে প্রচারের কয়েক দিন পর কাজগুলো ইউটিউবে যাবে। এবার বেশ কিছু সাহসী কাজ করেছি। এর সঙ্গে কিছু ইমোশনাল কাজ করেছি, যেগুলো দর্শক আমার কাছে চায়।’
এই নির্মাতা আরও জানিয়েছেন, ‘কিছু কাজ করতে পারিনি, তাই মানসিক অপূর্ণতা রয়েছে। যেগুলো শিগগিরই শুরু করব। ওটিটির কাজ নিয়ে সিরিয়াস হচ্ছি। কয়েকটি কাজের জন্য কথা হয়ে আছে। সিনেমা নিয়ে আলাপ করা আছে। সবকিছু এবার শুরু করব।’