এনটিভি অনলাইনের প্রথম ড্রামা সিরিজ ‘সৎ মা’ আসছে আজ
আজ থেকে এনটিভিতে সম্প্রচার হচ্ছে ২৬ পর্বের ড্রামা সিরিজ ‘সৎ মা’। এটি এনটিভি অনলাইনের প্রথম নির্মাণ।
‘সৎ মা’ ড্রামা সিরিজের প্রথম সিজনের প্রথম পর্ব এনটিভিতে প্রচার হবে আজ রাত ৮টা ২০ মিনিটে আর এর পরে এনটিভি নাটক ইউটিউব চ্যানেল ও এনটিভির ওয়েবসাইটে দেখা যাবে রাত ৯টা থেকে। সিরিজটি সপ্তাহের বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সম্প্রচার হবে এনটিভিতে।
কাজী রিটনের গল্প ও মেজবাহ উদ্দিন সুমনের রচনায় ‘সৎ মা’ পরিচালনা করছেন নির্মাতা হাবীব শাকিল। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী জাকিয়া বারী মম ও আবদুন নূর সজল।
‘সৎ মা’ সিরিজের গল্পে জাকিয়া বারী মম অভিনয় করছেন সৎ মায়ের চরিত্রে। তাঁর চরিত্রের নাম নীলা, যিনি মাত্র ২৮ বছর বয়সে মা না হতেই সৎ মা হয়েছেন। এ ছাড়া আবদুন নূর সজলকে দেখা যাবে মেডিকেল রিপ্রেজেনটিটিভের চরিত্রে। এ দুজনের গল্পে এগোবে সিরিজটি।
‘সৎ মা’ প্রসঙ্গে অভিনেত্রী জাকিয়া বারী মমের ভাষ্য, ‘এখানে আমি অভিনয় করছি নীলা চরিত্রে। সৎ মা বললে যেই চিত্রটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে, সেই চিত্রটা কখনওই আমরা দেখি না নীলাকে নিয়ে। নীলা হয়তো আমাদের এই সমাজের টিপিক্যাল সৎ মা নয়, কিংবা আমরা এ-ও বলতে পারি... মাত্র ২৮ বছর বয়সে ঠিকভাবে মা হতে না হতেই নীলা হয়ে গেছে সৎ মা। আশা করি, দর্শক সিরিজটি উপভোগ করবেন।’
‘সৎ মা’ প্রসঙ্গে অভিনেতা আবদুন নূর সজল বলেন, ‘প্রায় এক যুগ পর এমন কোনও সিরিজে কাজ করলাম। কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী। সিরিজে আমার চরিত্রের নাম নিলয়। দর্শক আমাকে নতুন রূপে দেখবেন এখানে। আশা করি, দর্শক বেশ উপভোগ করবেন।’
‘সৎ মা’ প্রসঙ্গে নির্মাতা হাবীব শাকিলের ভাষ্য, ‘আমাদের আশপাশের মধ্যবর্তী পরিবারের গল্প হচ্ছে সৎ মা। দর্শক এই গল্পের প্রত্যেক চরিত্রকে তাঁর আশপাশের মানুষগুলোর সঙ্গে কানেক্ট করতে পারবেন। আমাদের নিজেদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রতিফলন এই ড্রামা সিরিজ। আমরা গল্পের প্রয়োজনে যা যা দরকার, তার সব কিছুই করছি। এই যেমন সৎ মা-র শুট হয়েছে ঢাকার বাইরে মানিকগঞ্জে, সেটা গল্পের প্রয়োজনেই। প্রতিটি পর্বে থাকবে টানটান উত্তেজনা। দর্শক প্রথম সিজন পছন্দ করলে দ্বিতীয় সিজনও নির্মাণ করা হবে।’
এই সিরিজ দিয়ে প্রথম বার নির্মাণে নাম লিখিয়েছে এনটিভি অনলাইন। এ প্রসঙ্গে এনটিভি অনলাইনের প্রধান ফকরউদ্দীন জুয়েল বলেন, ‘প্রাথমিকভাবে আমরা চারটি ড্রামা সিরিজ নির্মাণ করছি। সৎ মা সিরিজ নিয়ে আমরা অনেক আশাবাদী। রুচিশীল দর্শকের জন্য আমরা ভালো কিছু কাজ নিয়ে আসছি, সেটা নিশ্চিত করে বলতে পারি।’
‘সৎ মা’ ড্রামা সিরিজে মম-সজল ছাড়াও অভিনয় করেছেন গীতাশ্রী চৌধুরী, শেখ মাহবুবুর রহমান, শিল্পী সরকার অপু, সাহেদ আলী সুজন, হিন্দোল রায়, মাহাদী হাসান পিয়াল, সুষমা সরকার, সোমা ফেরদৌস, হাসনাত রিপন, জীবন রয়, মুনমুন আহমেদ মুন, আরশ খান, প্রিয়ন্তী উর্বী,তন্ময় সোহেল, রেশমী, ইমা, সাখাওয়াত, মামুন, কণক, আসাদুজ্জামান আসাদ, নিত্য রবি দাশ, আফরোজা শশী, ডিলভী, ওয়াহিদ বিন সিরাজ, কামরুজ্জামান তুষার, এম কে এইচ পামির, ইসরাত জাহান, শৈশব আমেরিসহ অনেকে।