শিল্পী সমিতির নির্বাচন
এফডিসিতে শিল্পীর চেয়ে দর্শনার্থী বেশি
জমে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। প্রায় সময় ফাঁকা পড়ে থাকা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এই মাঘে বইছে নির্বাচনি উত্তাপ। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন উপলক্ষে দিনভর বেশ জমজমাট এই সিনেপাড়া।
নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে প্রতিদিন যেন তারকাদের মেলা বসছে। প্রতিদিন সকাল থেকে রাত অবধি তারকারা অবস্থান করে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন।
তবে এই নির্বাচনকে ঘিরে এফডিসিতে বহিরাগতদের প্রবেশ বেড়েছে ব্যাপক হারে। গেল কয়েক দিন সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে রাষ্ট্রের অধিক গুরুত্বপূর্ণ (কেপিআই) এই এলাকায়। গতকাল শনিবার বিকেলেও শতাধিক বহিরাগতকে দেখা গিয়েছে এফডিসিতে।
বহিরাগত প্রবেশে করোনা ছড়ানোসহ নানা আতঙ্কে ভুগছেন শিল্পীরা। এ ছাড়া নির্বাচন উপলক্ষে বহিরাগত লোকজন এনে ভোটারদের প্রভাবিত এবং আতঙ্ক সৃষ্টির অভিযোগ করেছেন অনেকেই।
এই বিষয়ে এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খান বলেন, ‘শিল্পীদের নির্বাচনে শিল্পীরা আসবে। এ ছাড়া এফডিসি-সংশ্লিষ্টরা কাজের জন্য এখানে আসবে। কিন্তু আসছে শত শত বহিরাগত মানুষ। এখানে এত বহিরাগতদের আনাগোনা যে আমরা শিল্পীরাই নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের প্যানেলের দুজন সিনিয়র শিল্পী সূচরিতা ও অঞ্জনা আপা এফডিসিতে আসতে গিয়ে বরিহগতদের এত ভিড় শুনে রাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে চলে গেছেন। আর আমরা শিল্পীরা তো বহিরাগতদের জন্য এফডিসিতে হাঁটতেই পারছি না। এমন অবস্থায় কোনও দুর্ঘটনা ঘটারও আভাস পাচ্ছি।’
বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করতে যাওয়া পীরজাদা হারুনের কাছে মৌখিক অভিযোগও করেছেন দুবারের শিল্পী সমিতির এই নেতা। পাশাপাশি আজ এফডিসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের কাছে লিখিত অভিযোগ করবেন বলেও জানালেন জায়েদ খান।
একই অভিযোগ করেছেন শিল্পী সমিতির এবারের নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়ক সাইমন সাদিক। তিনি বলেন, ‘এফডিসিতে প্রচুর বাইরের লোক প্রবেশ করছে। এতে করে আমাদের শিল্পীদের চলাচলে সমস্যা দেখা দিচ্ছে। ভোটের প্রচারণার চেয়ে সেলফিতে বেশি সময় দিতে হয়। এতে করে আমাদের ভোটের প্রচারণায় প্রচুর সমস্যা করছে। বিষয়টি নিয়ে আমরা এফডিসির এমডি মহোদয়ের কাছে গিয়েছিলাম। তাঁকে বিষয়টি অবগত করার পর তিনি বলেন, দেখুন এফডিসিতে তো আমাদের কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের গেইট ওপেন রাখতে হচ্ছে। তাই সাধারণ মানুষদের প্রবেশ ঠেকানো সম্ভব হচ্ছে না।’
সাইমন সাদিকের দাবি, বিষয়টি এফডিসির এমডিকে জানালে তিনি বলেছেন এ বিষয়ে আপাতত আর কিছুই করার নেই।
তবে সাধারণ মানুষের প্রবেশ ও শিল্পীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এফডিসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন এনটিভি অনলাইনকে বলেন, ‘গেটে নিরাপত্তার দায়িত্বে আমাদের পুলিশবাহিনী আছেন। অনেক সময় শিল্পীদের সঙ্গে দেখা করার কথা বলে ভেতরে প্রবেশ করে। সামনে নির্বাচন, সেজন্য আমরা দেখছি যেন বাইরের কেউ প্রবেশ করতে না পারে। আমরা চেষ্টা করছি।’
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন আগামী ২৮ জানুয়ারি। এবারের নির্বাচনে সভাপতি পদে অভিনেতা মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান একই প্যানেল থেকে নির্বাচন করছেন। অন্যদিকে সভাপতি পদে অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার একই প্যানেল থেকে নির্বাচন করছেন।
এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। দুজন সদস্য হলেন জাহিদ হোসেন ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।