কাল শিল্পকলার পরীক্ষণ থিয়েটারে ‘পাকে বিপাকে’
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় পদাতিক নাট্য সংসদের ৪৩তম প্রযোজনা মনোজ মিত্রের ‘পাকে বিপাকে’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হবে।
নাটকের নির্দেশনা দিয়েছেন সঞ্জীব কুমার দে। উদ্বোধনী প্রদর্শনীতে অভিনয় করছেন শাখাওয়াত হোসেন শিমুল, ইমরান খান, এখলাসুর প্রান্ত, জিনাত ইসলাম প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, নিঝুম রাতে গ্রামের আলপথ ধরে কাঁপা গলায় গান গেয়ে এগিয়ে আসছে হাবলা জনার্দন। হঠাৎ তার আর্তচিৎকারে কেঁপে ওঠে বিলের চারধার। যেন বিষাক্ত সাপ দিয়েছে ছোবল। জনার্দন চিৎকার করে দৌড়ে ছুটে যায় এক লণ্ঠনের আলো বরাবর, যেখানে বসে আছে একজন। জনার্দন তার কাছে যতই সাহায্য চায়, ফিরে তাকায় না সে। বরং ইশারায় তাকে চলে যেতে বলে। হাবলা জনার্দন ইশারা বোঝে না, সে ক্ষতের জ্বালায় গ্রামের জোয়ার্দার নবকৃষ্ণ বাবুর কুকীর্তির বয়ান ক্রমাগত পেশ করতে থাকে। এই নবকৃষ্ণের জন্যই তিন বছর লালন-পালন করা গরু কসাইয়ের কাছে তুলে দিতে বাধ্য হয়েছে সে, নয়তো এই গরু নিজের বলে বাড়ি নিয়ে যেত নবকৃষ্ণ।
ক্ষতের জ্বালা বাড়ে-কমে। বারবার সাহায্য চেয়েও না পেয়ে খেপে গিয়ে কাঁথা ধরে টান দেয় জনার্দন। ফলে উন্মোচিত হয় অবগুণ্ঠনে থাকা নবকৃষ্ণ, যে কি না নিজের জমিতে টহল দিচ্ছিল বর্গাদারকে ফাঁকি দিয়ে ধান লুট করবে বলে। জনার্দন নাছোড়বান্দা, সে তার মহাজনকে গালাগাল করেছে, তাই ক্ষমা না পাওয়া পর্যন্ত সে এই স্থান ছেড়ে যাবে না।
ওদিকে, বর্গাদার পান্তু দাস এসে ধানলুট ঠেকিয়ে দেয় কি না, সেই ভয়ে নবকৃষ্ণ অস্থির। কোনোক্রমে জনার্দনকে সরায় সে। আবার অপেক্ষা। পান্তুর ভাই ডালিম উপস্থিত হয়। এই ডালিম নবকৃষ্ণের হয়ে অনাবাদি জমিতে ফলানো ধান লুট করবে তার লোকজনসমেত। নবকৃষ্ণ ভাইয়ের বিরুদ্ধে ভাইকে দাঁড় করায়। অন্ধকার ফুঁড়ে বেরিয়ে আসে দুর্বা, গ্রামের সবাই জানে সে হলো নবকৃষ্ণের পালিত রক্ষিতা। তবে রাতে বিলের ধারে তার উপস্থিতি নবকৃষ্ণের বন্দুক লুট করে পান্তুকে সাহায্য করা। এভাবেই ঘটনাক্রম এগিয়ে যায় এবং জোতদার নবকৃষ্ণ পরাস্ত হয় হাবলা জনার্দনের কাছে।