গোপালগঞ্জের বেয়াই হচ্ছেন আসিফ আকবর
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/09/26/asif_akbar_son.jpg)
জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বড় ছেলে সাফাকাত আসিফ রণর আকদ সম্পন্ন হয়েছে ২৪ সেপ্টেম্বর রাতে। কনে ইসমত শেহরীন তালুকদার ইশিতা।
ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বিভাগে পড়াশোনা করেছেন। রণ ও ঈশিতা ছোটবেলা থেকেই একে অন্যের পরিচিত ছিলেন। ঢাকার মগবাজার ওয়্যারলেসের সেঞ্চুরি টাওয়ারে দীর্ঘদিন আসিফ আকবর ও ইশিতার পরিবার পাশাপাশি বাস করত।
জানা গেছে, দুই পরিবারের ইচ্ছাতেই রণ ও ইশিতার আকদ সম্পন্ন হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বিবাহোত্তর সংবর্ধনা।
এই সুখবর জানিয়ে আসিফ আকবর ফেসবুকে লিখেছেন, ‘আমার ছেলে শাফকাতের বিয়ে হচ্ছে গোপলগঞ্জের কাশিয়ানীতে। আমার বেয়াই ইমতিয়াজ হোসেন সাহেবের কনিষ্ঠ কন্যা ইসমত শেহরীন ঈশিতা, শাফকাত আমাদের যৌথ পরিবারের বড় ছেলে। একটা আদুরে পরিণয়ের দ্বারপ্রান্তে দুই পরিবারের আবেগ, এর চেয়ে খুশির খবর আর হতেই পারে না। চমৎকার হাসিখুশি, সুখী একটি একান্নবর্তী পরিবারের সাথে একীভূত হতে পেরে খুব ভালো লাগছে। আমি কুমিল্লাবাসী হিসেবে এখন গোপালগঞ্জের বেয়াই হয়ে গেলাম।’