ডিসেম্বরে শুরু হচ্ছে ‘সেরাকণ্ঠ’

শুরু হচ্ছে সংগীত নিয়ে প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো ‘সেরাকণ্ঠ’। ৯ ডিসেম্বর থেকে শুরু হবে রিয়েলিটি শো-টির বিভাগীয় পর্যায়ে প্রাথমিক অডিশন রাউন্ড।
৪০ পর্বের এই আয়োজনে এবার কোনও বয়স লিমিটি থাকছে না। ছোট থেকে বড়, সবাই অংশ নিতে পারবেন অডিশনে। পাশাপাশি উত্তর আমেরিকাতেও হবে রিয়েলিটি শো-টির অডিশন রাউন্ড।
মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সেখানে আরও জানানো হয়, বিচারক প্যানেলে থাকছে তিন গুণী শিল্পী রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরী। উপস্থাপনা করবেন মারিয়া নূর।
কবে, কোথায়, কোন আয়োজনটি হবে, সেগুলো জানানো হবে চ্যানেল আইয়ের পর্দায়। বিভাগীয় পর্যায়ে অডিশন শেষে যখন গ্র্যান্ড অডিশন শুরু হবে, তখন প্রতিযোগীদের মূল্যায়ন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা এও সামিনা চৌধুরী। সেরা ১৬ নির্বাচিত হওয়ার পর বিচারক হিসেবে যুক্ত হবেন রুনা লায়লা। সংবাদ সম্মেলনে জানানো হয়, আয়োজনটি নিয়ে ৪০টি পর্ব নির্মাণ করবে চ্যানেলটি।
সপ্তম বারের মতো এটি আয়োজন করছে চ্যানেল আই এবং শো-টির প্রধান পৃষ্ঠপোষক ঐক্য ডটকম ডট বিডি।