প্রত্যাশা ছাড়িয়ে এক দিনে আয় সাড়ে ১০ কোটি
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বলিউডের অন্যতম বহুল প্রতীক্ষিত পিরিয়ড-ড্রামা ‘গাঙ্গুবাই কঠিয়াবাড়ি’ অবশেষে মুক্তি পেয়েছে গতকাল। প্রত্যাশার চেয়েও বক্স অফিসে ভালো সংগ্রহ করেছে সিনেমাটি।
বাণিজ্য বিশ্লেষকেরা আশা করেছিলেন, এ সিনেমা ৬.২৫ থেকে ৭.২৫ কোটি রুপি মুক্তির দিনে সংগ্রহ করবে। তবে সে প্রত্যাশা ছাড়িয়ে প্রথম দিন এ সিনেমার সংগ্রহ ১০.৫০ কোটি রুপি।
বলিউডের চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটে জানিয়েছেন, সঞ্জয় লীলা বানসালি সত্যিকার অর্থেই জাদুকর। তারান পাঁচের মধ্যে চার রেটিং দিয়েছেন। সিনেমার গল্পকে প্রশংসায় ভাসিয়ে তারান আদর্শ আরও জানান, বক্স অফিসে মুক্তির দিন ‘গাঙ্গুবাই কঠিয়াবাড়ি’ নেট সংগ্রহ করেছে সাড়ে ১০ কোটি রুপি।
করোনাকালে মুক্তির দিনে এটি তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ‘সূর্যবংশী’ মুক্তির দিন ২৬.২৯ কোটি ও ‘৮৩’ সিনেমা ১২.৬৪ কোটি রুপি সংগ্রহ করেছিল।
বলিউড হাঙ্গামার খবর, আজ শনিবার ও কাল রোববার, তিন দিনে ৩৩ কোটি রুপি সংগ্রহ করতে পারে সিনেমাটি।
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন বলিউড ডিভা আলিয়া ভাট।