‘কান্তারা’র বাজিমাত : বাজেট ১২৫ কোটি, আয় ৮০০ কোটি
২০২৫ সালের ভারতের বক্স অফিসে সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে উঠে এসেছে ‘কান্তারা: চ্যাপ্টার ১’। মুক্তির মাত্র কয়েক সপ্তাহে সিনেমাটি ভারতের ঘরোয়া আয় হয়েছে প্রায় ৬৬৭ কোটি রুপি এবং মোট আয় হয়েছে ৮০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। এই সাফল্যের মাধ্যমে সিনেমাটি ভারতের ইতিহাসে শীর্ষ ১০ সর্বোচ্চ আয় করা ছবির তালিকায় স্থান করে নিয়েছে বলে খবর পিঙ্কভিলার।
‘কান্তারা: চ্যাপ্টার ১’ সিনেমাটি ভারতের বক্স অফিসে ৬৬৭ কোটি রুপি আয় করে ‘অ্যানিমেল’ সিনেমার আয়কে ছাড়িয়ে গেছে এবং বর্তমানে ভারতের ইতিহাসে অষ্টম সর্বোচ্চ আয় করা সিনেমার স্থান দখল করেছে।
অন্যদিকে, ‘সইয়ারা’ সিনেমাটি ভারতের ঘরোয়া আয় করেছে ৩৩৭.৭৮ কোটি রুপি (নেট) এবং মোট আয় হয়েছে ৫৭৯.২৩ কোটি রুপি। এই আয় দিয়ে সিনেমাটি ২০২৫ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে স্থান পেয়েছে। বিশ্বব্যাপী আয় বিবেচনায় এটি ৫৭০ কোটি রুপি ছাড়িয়ে গেছে।
১২৫ কোটি বাজেটে নির্মিত ষব শেঠির ‘কান্তারা: চ্যাপ্টার ১’ ২০২২ সালে মুক্তি পাওয়া কন্নড় সিনেমা ‘কান্তারা’ দক্ষিণ ভারত থেকে শুরু করে পুরো ভারতজুড়েই তুমুল আলোড়ন তুলেছিল। এই সিনেমার মাধ্যমে অভিনেতা ও নির্মাতা ঋষব শেঠি জাতীয় পুরস্কারও জয় করেন। দর্শকের কাছে এটি হয়ে উঠেছিল এক ভিন্নধর্মী অভিজ্ঞতা– যেখানে লোককাহিনি, আধ্যাত্মিকতা ও অ্যাকশনের মিশেল ছিল চমকপ্রদ। সেই সাফল্যের পর থেকেই দর্শকদের প্রত্যাশা তৈরি হয়েছিল সিনেমা প্রিক্যুয়েল নিয়ে। অবশেষে ২ অক্টোবর মুক্তি পায় ‘কান্তারা চ্যাপ্টার ১’।

বিনোদন ডেস্ক