‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ শেষ হচ্ছে ১১তম সংস্করণে

আলোচিত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের নবম সংস্করণ ‘এফ নাইন’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী বছরের মে-তে। এরই মাঝে জানা গেল, দুই দশকের জনপ্রিয় এই সিরিজের সবশেষ সিনেমা হতে যাচ্ছে ১১তম সংস্করণ। এমন খবর নিশ্চিত করেছে মার্কিন সাময়িকী ভ্যারাইটি।
প্রতিবেদনে জানানো হয়েছে, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর ১০ম ও ১১তম সংস্করণটি পরিচালনা করতে যাচ্ছেন জাস্টিন লিন, যিনি সিরিজটির তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং নবম সংস্করণ পরিচালনা করেছেন। তার অর্থ এই নয়, খুব দ্রুতই শেষ হচ্ছে সিরিজটি। শেষ দুই পর্বে সুপারহিরোদের জীবনের ওপর গল্প দেখানো হবে।
জানা গেছে, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের নবম সংস্করণ ‘এফ নাইন’ সিনেমার মুক্তির সম্ভাব্য তারিখ ২০২১ সালের ২৮ মে। মেমোরিয়াল দিবস উপলক্ষে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।
দ্য ইউনিভার্সেল পিকচারের এই মহাকাহিনি শুরু হয়েছিল ২০০০ সালে। ড্যান ক্যাসেইয়ের গল্পে ‘এফ নাইন’ সিনেমাটি পরিচালনা করেছেন জাস্টিন লিন। এবারের সিরিজে অভিনয় করছেন ভিন ডিজেল, মিশাল রদ্রিগেস, টাইরেস গিবসন, ক্রিস লিডাক্রিস ব্রিজ, জর্ডানা ব্রিউস্টার। অতিথি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় রেসলার জন সিনাকে। এ ছাড়া সপ্তম সিরিজে মারা যাওয়া সাং কাঙেরো ফিরছেন এই সিরিজে।
২০০০ সালে প্রযোজনা প্রতিষ্ঠান দি ইউনিভার্সেল পিকচার শুরু করেছিল আলোচিত এই সিরিজের নির্মাণকাজ।