‘বেলাশেষে’র স্বাতীলেখা মারা গেছেন

কলকাতার বর্ষীয়ান অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত (৭১) মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে আজ বুধবার তাঁর মৃত্যু হয়। দীর্ঘ দিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি।
কলকাতার প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা তাদের প্রতিবেদনে জানিয়েছে, মঞ্চ দাপিয়ে বেড়ানো সেই অভিনেত্রী ২১ দিন আইসিইউতে ভর্তি ছিলেন। চলতি বছরের ২২ মে ৭১ বছরে পা দিয়েছিলেন তিনি।
গণমাধ্যমটি জানাচ্ছে, ১৯৮৪ সালে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পর্দায় অভিনয়ের যাত্রা শুরু স্বাতীলেখার। সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি ‘ঘরে বাইরে’-র ‘বিমলা’ চরিত্রে অভিনয় নিয়ে আজও প্রশংসায় পঞ্চমুখ বাংলা ছবির দর্শক। দীর্ঘ ৩১ বছর পরে সৌমিত্রের সঙ্গেই পর্দায় ফিরেছিলেন তিনি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে বড় পর্দায় দেখা যায় তাঁকে। ‘বেলা শেষে’ সিনেমায় সৌমিত্র-স্বাতীলেখার রসায়ন দেখে আপ্লুত হয়েছিলেন দর্শক।
১৯৭০ সালে ইলাহাবাদে মঞ্চজীবন শুরু তাঁর। মঞ্চজীবনে পেয়েছেন বিভি করন্থ, তাপস সেন এবং খালেদ চৌধুরীর মতো ব্যক্তিত্বের সান্নিধ্য। ১৯৭৮ সালে ‘নান্দীকার’ নাট্যদলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। সেখানেই আলাপ ও প্রেম হয় নাট্যব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্তের সঙ্গে। তার পরে বিয়ে এবং সংসার। ভারতীয় নাট্যজগতে তাঁর অবদানের জন্য সংগীত নাটক একাডেমি পুরস্কারও পেয়েছিলেন প্রয়াত অভিনেত্রী।