ভালিমাই : ফিরেই অজিতের চমক, পেছনে ফেললেন বিজয়-রজনীকান্তকে
৯৩২ দিন পর বড় পর্দায় ফিরে বক্স অফিসে চমক দেখালেন তামিল মেগাস্টার অজিত কুমার। তাঁর বহুল প্রতীক্ষিত ‘ভালিমাই’ সিনেমা মুক্তির প্রথম দিনে ভারতজুড়ে আয় করেছে ৭৬ কোটি রুপি, আর দেশের বাইরে ২০ কোটি রুপি।
বলিউড হাঙ্গামার খবর, ‘থালা অজিত’ এ সিনেমার মাধ্যমে তামিলের আরেক মেগাস্টার রজনীকান্ত ও বিজয়কে পেছনে ফেলেছেন। মুক্তির প্রথম দিনে তামিলনাড়ুর ৬৫০টির বেশি সিনেমা হল থাকে আয় করেছে ৩০ কোটি রুপি, যা তামিলনাড়ুর সর্বকালের সর্ববৃহৎ ওপেনিং।
এ আয় দিয়ে বিজয়ের ‘মাস্টার’, ‘মেরসাল’, ‘বিগিল’, আর রজনীকান্তের ‘দরবার, ‘আনাত্তে, ‘টু পয়েন্ট জিরো’, পেট্টা’র মতো সিনেমার প্রথম দিনের আয়কে পিছনে ফেলেছে।
টাইমস অব ইন্ডিয়ার খবর—বহুল প্রতীক্ষিত এ সিনেমা বেশ কয়েক সপ্তাহ ধরে টক অব দ্য টাউন।
‘ভালিমাই’ সিনেমায় তুখোড় পুলিশের ভূমিকায় দেখা গেছে অজিতকে। এইচ ভিনোত পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন কার্তিকেয়া, হুমা কুরেশি, যোগী বাবু, সুমিত্রা, পুগাঝা প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন বনি কাপুর। এটি তাঁর প্রযোজিত প্রথম সর্বভারতীয় সিনেমা।