মারা গেছেন অভিনেত্রী মিনু মমতাজ

চলে গেলেন অভিনেত্রী মিনু মমতাজ। ছবি : সংগৃহীত
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন অভিনেত্রী মিনু মমতাজ। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টায় রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এ অভিনেত্রী।
এনটিভি অনলাইনকে আজ রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন গ্রিন লাইফ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালটির গ্রাহকসেবা প্রতিনিধি মনিরুজ্জামান বলেন, ‘গেল ৪ সেপ্টেম্বর করোনার লক্ষণ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে। বিল পরিশোধ না হওয়ায় এখনো তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।’
জানা গেছে, অনেক দিন ধরে কিডনি ও চোখের সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী মিনু মমতাজ। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য নাটক ও সিনেমায় কাজ করেছেন। গেল বছর এ অভিনেত্রীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছিলেন।