মেহজাবীনের প্রিয় খাবার কী?
বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় তারকা অভিনেত্রী ও মডেল মেহজাবীন চৌধুরী। যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় বেশ সরব থাকেন।
গতকাল শুক্রবার (৫ মে) রাত ৭টা ৪৩ মিনিটে একটি রেস্টুরেন্টে মোমো খাওয়ার ভিডিও পোস্ট করে মেহজাবীন লেখেন, ‘অনুমান করুন আমার প্রিয় খাবার।’
২৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, লাল পোশাকে হাস্যোজ্জ্বল চেহারায় মেহজাবীন নিজের হাতে সস দিয়ে জনপ্রিয় খাবার মোমো খাচ্ছেন। বক্সে ৮টি মোমো রাখা ছিল।
মোমো একটি তিব্বতী খাদ্য। সেখানকার পাহাড়ি সাদাসিধে মানুষেরা মাংস, মাছ বা সবজির পুরকে ময়দার আবরণে মুড়িয়ে বাষ্পের ভাপে তৈরি করে মোমো। মোমো তিব্বত ছাড়াও প্রতিবেশী দেশ নেপাল ও ভারতএ অত্যন্ত জনপ্রিয়। প্রথাগতভাবে এই খাদ্য তৈরির সময় চমরি গাই-এর মাংসকে পুর হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু ভারতে-বাংলাদেশে মুরগির মাংস দিয়ে তৈরি মোমোই বেশি জনপ্রিয়।
মেহজাবীন ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।