‘রাত জাগা ফুলে’র লোকঘরানার গান
বছরের শেষ দিন, অর্থাৎ ৩১ ডিসেম্বর মুক্তি পাবে ছোট পর্দার বড় তারকা অভিনেতা মীর সাব্বিরের প্রযোজনা ও পরিচালনায় প্রথম সিনেমা ‘রাত জাগা ফুল’। সিনেমাটির প্রচারণায় সম্প্রতি মুক্তি পেয়েছে ‘রঙে রঙে দুনিয়া’ শিরোনামের প্রথম গান। অসামান্য এক লোকঘরানার গানের দৃশ্যে উঠে এসেছে গ্রামবাংলার রূপ-সংস্কৃতি।
গানটির কথা লিখেছেন মীর সাব্বির নিজেই। সুর দিয়েছেন ইমন চৌধুরী। আর যৌথভাবে কণ্ঠ দিয়েছেন শফি মণ্ডল ও এস আই টুটুল।
নিজের পরিচালিত প্রথম সিনেমা প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘আমাদের সমাজে এমন অনেকেই আছেন, যাঁরা অন্ধকারের মধ্যেও সমাজকে এগিয়ে নিয়ে যান আলোর পথে। এটাই মূলত আমার গল্পের বিষয়বস্তু। ভালোভাবে আমার পুরো ইউনিট এবং শিল্পীদের আন্তরিক সহযোগিতায় কাজটি শেষ করেছি। নির্মাতা হিসেবে এটি আমার স্বপ্নের সিনেমা। তাই অনেক শ্রম ও আন্তরিকতা দিয়ে কাজটি করছি। বাকিটা দর্শকদের ওপর।’
২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমাটির সহকারী প্রযোজক হিসেবে আছে মীর সাব্বিরেরই প্রযোজনা প্রতিষ্ঠান ফুলঝুড়ি মিডিয়া লিমিটেড। এতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এ ছাড়া অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, ডা. এজাজুল ইসলাম, নাজনীন চুমকী, জয়রাজ প্রমুখ।