শান্তর জন্য খুলছে বন্ধ ২০ সিনেমা হল!
একাধিক জটিলতা কাটিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমা আজ দেশের প্রায় ৫৯ সিনেমা হলে মুক্তি পাচ্ছে।
সিনেমাটির পরিচালক ও শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান শুক্রবার এনটিভি অনলাইনকে বলেন, ‘সিনেমাটি ৫৯টি সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বেশ কিছু জেলায় সিনেমা হল বন্ধ করা হয়েছে। তাই এখন প্রায় ৫৬ হলে মুক্তি পাবে সিনেমাটি।’
এ ছাড়া এই সিনেমাটির জন্য দীর্ঘদিন বন্ধ থাকা প্রায় ২০টি সিনেমা হল খুলেছে বলে দাবি করেছেন সেলিম খান।
শামীম আহমেদ রনীর চিত্রনাট্যে সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে সেলিমপুত্র শান্ত খান, বেগম ফজিলাতুন্নেসার চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, জিয়াউল হাসান কিসলু, শিবা শানু প্রমুখ।
সিনেমাতে টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া শেখ মুজিবুর রহমান কীভাবে বাংলাদেশের অবিসংবাদিত নেতা হয়ে উঠলেন, সেই কাহিনিই তুলে আনা হয়েছে বলে দাবি প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার।
যেসব সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’