‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ : সেন্সর ছাড়পত্র স্থগিত
সেন্সর ছাড়পত্র পাওয়ার একদিন পরেই ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমার ছাড়পত্র স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। গত ১৪ মার্চ প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার এই সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছিল। স্বাধীনতা দিবসে মুক্তির জন্য প্রস্তুতি চলছিল।
শনিবার সকালে এনটিভি অনলাইনকে সিনেমাটির সেন্সর ছাড়পত্র স্থগিত করার কারণ হিসেবে পর্যবেক্ষণের কথা বলেছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন। তিনি বলেন, ‘সিনেমাটি আরও পর্যবেক্ষণের জন্য আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। সিনেমাটি নিয়ে আবার বসা হবে, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগেও একই কারণ দেখিয়ে সেন্সর বোর্ডে দীর্ঘদিন জমা ছিল ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি। এমন সিদ্ধান্ত প্রসঙ্গে সিনেমাটির পরিচালক ও শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের ভাষ্য, ‘বিষয়টি সেন্সর বোর্ড জানে। এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না।’
তবে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের দাবি, সিনেমাটির বেশ কিছু বিষয়ে অসঙ্গতি থাকায় তা নিয়ে দ্বিধায় আছে কর্তৃপক্ষ। এর আগে এনটিভি অনলাইনের কাছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সচিব মমিনুল হকের বক্তব্য ছিল, ‘সিনেমাটি নিয়ে এখনও মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নেয়নি। মন্ত্রণালয় দেখে তারপর সিদ্ধান্ত নেবে।’
শামীম আহমেদ রনীর চিত্রনাট্যে সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে সেলিমপুত্র শান্ত খান, বেগম ফজিলাতুন্নেসার চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, জিয়াউল হাসান কিসলু, শিবা শানু প্রমুখ।
সিনেমাতে টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া শেখ মুজিবুর রহমান কীভাবে বাংলাদেশের অবিসংবাদিত নেতা হয়ে উঠলেন, সেই কাহিনিই তুলে আনা হয়েছে বলে দাবি প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার।