অসহায় চলচ্চিত্রকর্মীদের ১০ লাখ টাকা ঈদ উপহার সেলিম খানের
ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান অসহায় চলচ্চিত্রকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। দেশের করোনা-পরিস্থিতি বিবেচনায় কাজ না থাকা চলচ্চিত্র নির্মাতা ও শিল্পীদের ১০ লাখ টাকা ঈদ উপহার ঘোষণা করেছেন তিনি।
আজ রোববার দুপুরে এনটিভি অনলাইনকে সেলিম খান বলেন, ‘অসহায় চলচ্চিত্রকর্মীদের পাশে থাকতে আমার এই ঈদ উপহার। দেখেন, অনেক দিন হলো করোনার জন্য অনেক শিল্পী-নির্মাতার কাজ নেই। তাঁদের ঈদ আনন্দে আমি একটু শামিল হলাম।’
শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায় এনটিভি অনলাইনকে বলেন, ‘এরই মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কাছে পাঁচ লাখ টাকা ঈদ উপহার দেওয়া হয়েছে। পরিচালক সমিতির কাছে দ্রুতই পাঁচ লাখ টাকা উপহার হিসেবে দেওয়া হবে।’
আড়াই লাখ টাকা দিয়েছেন নায়িকা শিল্পী
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শিল্পী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে ঈদ উপহার হিসেবে দুই লাখ টাকা এবং চলচ্চিত্রের বৃদ্ধ কয়েক জন নারী শিল্পী ও পেশাজীবীর জন্য ৫০ হাজার টাকা দিয়েছেন।
এ প্রসঙ্গে শিল্পী বলেন, ‘নানা কারণে এখন আর অভিনয় করা হয় না। তবে ভালো লাগে চলচ্চিত্রের মানুষদের জন্য কিছু করতে পারলে। এত দিন নিজেই চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীদের সাহায্য করতাম। কয়েক বছর ধরে বিভিন্ন সংগঠনের মাধ্যমে সহযোগিতা করছি। করোনার এই দুর্দিনে চলচ্চিত্রের যেসব শিল্পী ও কলাকুশলী অসহায় দিন যাপন করছেন, আশা করি, আমার ছোট্ট এই উপহার তাঁদের কিছুটা হলেও উপকারে আসবে।’
১৯৯৪ সালে আওলাদ হোসেন চাকলাদার পরিচালিত ‘নাগ নর্তকী’ ছবি দিয়ে চলচ্চিত্রে নাম লেখান শিল্পী। ১৯৯৫ সালে তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি আমিন খানের বিপরীতে ‘বাংলার কমান্ডো’। এর পর নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘বাবা কেন চাকর’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন তিনি।