বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’
সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’ প্রকাশ পেয়েছে। ভিন্ন ধারার এই গানটি সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে প্রকাশ করা হয়।
‘এই ব্যথা কি তোমার অনুগত/ চাইলেই রোদে এসে পেতে দেয় গা/ এই ব্যথা কি দিনান্তে কোনও হাওয়া/ স্বপ্নের মতো সারা রাত্রি জেগে থাকা’—এমন কাব্যিক পঙ্ক্তিতে সাজানো গানটির কথা লিখেছেন মাহি ফ্লোরা। সুর করেছেন এহসান রাহি এবং সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।
গানটি উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশনে একটি প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে শিল্পীকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন তরুণ মুন্সী, জুয়েল মোর্শেদ, লুৎফর হাসান, কিশোর দাসসহ অনেকে।
গানটি নিয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘অনেকদিন পর আয়োজন করে একটি গান প্রকাশ হলো। পুরো টিম আন্তরিকভাবে কাজ করেছে। আজ আমার বড় কন্যার জন্মদিন, এমন দিনে “এই ব্যথা” প্রকাশ হওয়া আমার জন্য বিশেষ অনুভূতির। ভিডিওর ধারণা ও নির্মাণ আমাদের দেশে নতুন ধরনের, যা আলাদা অভিজ্ঞতা দেবে বলে আমি বিশ্বাস করি।’
ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ বলেন, ‘বাপ্পা দার “এই ব্যথা” প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি।’
ডিএমএস জানায়, ১৮ ডিসেম্বর তাদের ইউটিউব চ্যানেলে ‘এই ব্যথা’ গানটির ভিডিও প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে গানটি দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন সংগীত প্ল্যাটফর্মেও শোনা যাচ্ছে।

বিনোদন ডেস্ক