যুক্তরাষ্ট্রে ট্যুরে যাচ্ছেন বাপ্পা মজুমদার, মাতাবেন ১০টির বেশি শহর

সম্প্রতি কানাডা ট্যুর শেষ করেছেন গায়ক ও ‘দলছুট’ ব্যান্ডের ভোকাল বাপ্পা মজুমদার। এবার গন্তব্য যুক্তরাষ্ট্র। সেপ্টেম্বর-অক্টোবরে তিনি অংশ নেবেন এক সংগীত সফরে, যেখানে আমেরিকার অন্তত ১০টি শহরে গান পরিবেশন করবেন তিনি।
এই ট্যুরের আয়োজনে রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘আইরন ক্লাউড’। আয়োজকরা জানান, নিউ ইয়র্ক, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, শিকাগোসহ প্রবাসী বাঙালিদের ঘনবসতিপূর্ণ শহরগুলোতেই থাকবে কনসার্টের আয়োজন।
‘আইরন ক্লাউড’-এর কর্ণধার ফায়সাল জাহেদ বলেন,“বাপ্পা মজুমদার গানের জগতে বাংলাদেশের একজন সম্মানিত নাম। অনেক বছর যুক্তরাষ্ট্রে আসেননি তিনি। এখানকার বাংলা সংগীতপ্রেমীরা তার গান সরাসরি শোনার অপেক্ষায় ছিলেন। সেই চাহিদা থেকেই এই আয়োজন।”
বাপ্পা মজুমদার জানান, ট্যুরের বিষয়ে আয়োজকদের সঙ্গে তার চূড়ান্ত কথা হয়েছে। এখন চলছে প্রস্তুতি ও শিডিউল তৈরির কাজ। তার ভাষায়—“এই সফর আমার জন্য বিশেষ কিছু হতে যাচ্ছে। আমি চাই এই ট্যুর যেন শুধু গান নয়, শ্রোতাদের সঙ্গে আন্তরিক একটা যোগসূত্রও গড়ে তোলে।”
এবারের ট্যুরে বাপ্পা মজুমদার তার ব্যান্ড দলছুটের সব সদস্যকে নিয়ে যাচ্ছেন। দলছুটের বর্তমান লাইনআপে রয়েছেন— বাপ্পা মজুমদার (ভোকাল), মাসুম ওয়াহিদুর রহমান (গিটার), জন শার্টন (বেজ গিটার), ডানো শেখ (ড্রামস), সোহেল আজিজ (কি-বোর্ড) এবং শাহান কবন্ধ (ম্যানেজার)।