শরীফ ওসমান হাদির দাফন সম্পন্ন, তারকাদের শোক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে হারিয়ে শোকস্তব্ধ পুরো দেশ। গতকাল শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে সমাহিত করা হয় ওসমান হাদিকে। শেষ বিদায়ে মানুষের ঢল আর অশ্রুসিক্ত পরিবেশ যেন বলে দিচ্ছিল, হাদি শুধু একজন নেতা নন, তিনি হয়ে উঠেছিলেন মানুষের আশা ও বিশ্বাসের প্রতীক।
হাদির দাফন সম্পন্ন হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট দেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। ফেসবুকে তিনি লেখেন, ‘আপনি জিতে গেছেন হাদি। বলেছিলেন সংসদ নির্বাচনে ৫০০ ভোটও যদি পান, তাহলে সেটাই আলহামদুলিল্লাহ। আর আজ লক্ষ লক্ষ মানুষ আপনাকে নিয়ে সংসদ ভবনের সামনে।’
ইরফানের কথায়, ‘বছরের পর বছর রাজনীতি করা কোনো রাজনীতিবিদ বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি মরে গেলে এর ধারে কাছে মানুষ আপনার জানাজায় আসবে বা আপনাকে মনে রাখবে? রাজনীতি হোক মানুষের অধিকারের জন্য, দেশের জন্য! আবার বলি আপনি জিতে গেছেন হাদি। দেশকে দেখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক।’
হাদির দাফন সম্পন্ন হওয়ার পর এক আবেগঘন পোস্টে নির্মাতা আশফাক নিপুণ লিখেছেন, ‘বিদায় শরীফ ওসমান হাদি। বাংলাদেশের প্রতিটি হৃৎস্পন্দন তোমাকে স্মরণ করবে। তোমার স্বপ্ন দেখা সেই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাব।’
নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন লিখেছেন, ‘শরিফ ওসমান হাদী- একটা ভোটের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতেন। আর এখন তো আপনি গোটা বাংলাদেশের মানুষের হৃদয়টা পেয়ে গেলেন। বিদায় হে চির বিপ্লবী বীর!’
নাট্যনির্মাতা মাবরুর রশিদ বান্না লিখেছেন, ‘যে দৃশ্যের সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দুই চোখকে করালেন। আমি ভাগ্যবান আমি ওসমান হাদির ভাই।’
ছোটপর্দা অভিনেতা রাশেদ সীমান্ত লিখেছেন, ‘দল, নেতা-নেত্রীর দাস হইয়েন না! দাস হোন দেশের, বিবেকের। আপনার অবর্তমানে আপনি থাকবেন মানুষের হৃদয়ে।’
চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন লিখেছেন, ‘হাদি চেয়েছিল কয়েকটা ভোট, পেয়ে গেল পুরো দেশ। এটাই বীরদের গল্প।’
কনটেন্ট ক্রিয়াটর ও অভিনেতা মাসরুর ইনান এক পোস্টে লিখেছেন, ‘লাখো মানুষের দোয়া স্পন্দনে আজ শুধুই তুমি, এর চেয়ে সুন্দর আর কিছু নাই! যেমন তুমি চেয়েছিলে চির উন্নত মম শির।’

বিনোদন ডেস্ক