সিনেমা নিয়ে ভাবতে ভাবতে পাগল হয়ে যাই : বাপ্পী চৌধুরী
নতুন বছরে ভালো প্রোডাকশন পেলে কাজ করবেন, না হলে বাবার ব্যবসা দেখবেন বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক বাপ্পী চৌধুরী।
সম্প্রতি গাজীপুরের হোতাপাড়ায় খতিব খামারবাড়িতে ‘কুস্তিগীর’ সিনেমার শুটিং সেটে উপস্থিত সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেছেন এই নায়ক।
বাপ্পী চৌধুরী জানিয়েছেন তাঁর পরিবার চায় না তিনি সিনেমায় কাজ করেন। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমার পরিবার থেকে চাচ্ছে না আমি ফিল্মে কাজ করি। একেবারেই চাচ্ছে না। তাঁরা চাচ্ছে না; কারণ হচ্ছে, ফিল্ম হচ্ছে একটা ডিপ্রেশনের জায়গা... ফিল্ম হচ্ছে একটা নেশা। সেই নেশায় দিনরাত সবকিছু এক হয়ে যায়। আমার বাবা ব্যবসা করে, আমার ভাই ব্যবসা করে। আমার পরিবারে ফিল্ম ব্যাকগ্রাউন্ড কেউ নেই। ফিল্মে আমাকে নিয়ে গসিপ করা হয়, আমাকে নিয়ে বাজে বাজে নিউজ আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে বাজে বাজে মন্তব্য আসে। এসব যখন আমার পরিবার দেখে তাঁদের মনে হয়, এই জায়গা আসলে আমার জন্য না।’
পরিবারের বাধা সত্ত্বেও সিনেমায় কাজ করার কারণ হিসেবে এই নায়ক ব্যাখ্যা দিয়েছেন সিনেমার প্রতি তাঁর প্রেমকে। বাপ্পীর ভাষায়, ‘আমি ফিল্ম নিয়ে অনেক বেশি ভাবি। এক সময়, আমি টেনশনে ঘুমাতে পারি না। আমার কাজ (ফিল্ম) নিয়ে আমি ভাবতে ভাবতে পাগল হয়ে যাই। আমি যতটুকু কাজ করছি, আমার বাবা-মায়ের অবাধ্যে কাজ করছি। আমার ভালোবাসার জায়গা থেকে কাজ করছি। আমি ফিল্মটাকে অনেক বেশি ভালোবাসি।’
নতুন বছরের পরিকল্পনা প্রসঙ্গে এই নায়ক জানিয়েছেন, ‘এই বছর ভালো প্রোডাকশন পেলে কাজ করব, না হলে আমি আমার বাবার ব্যবসা দেখব।’
বর্তমানে ‘কুস্তিগীর’ সিনেমার শুট নিয়ে ব্যস্ত আছেন বাপ্পী চৌধুরী। কাহিনি ও চিত্রনাট্য করেছেন সঞ্জয় কান্ত। এতে বাপ্পীর নায়িকা হিসেবে আছেন জাহারা মিতু। আরও আছেন মিশা সওদাগর, সাবেরি আলম ও সাঞ্জু জন।