সিনেমা ‘ভারিসু’ : বিজয় একাই পারিশ্রমিক নিয়েছেন ১৯৩ কোটি টাকা?
‘ভারিসু’ শিরোনামে আজ বুধবার (১১ জানুয়ারি) মুক্তি পেয়েছে তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের নতুন সিনেমা। আর এই সিনেমার জন্য বিজয় নাকি একাই পারিশ্রমিক নিয়েছেন ১৫০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯৩ কোটি টাকা।
বলিউডভিত্তিক প্রভাবশালী পোর্টাল পিঙ্কভিলা বিশ্বস্ত সূত্রে এক বিশেষ প্রতিবেদনে এমন দাবি করেছে। বলা হচ্ছে, তামিল সিনেমায় রাজত্ব চলা বিজয়ের এই আকাশচুম্বী পারিশ্রমিক বলিউড ও দক্ষিণের শীর্ষ তারকাদের পারিশ্রমিক ছাড়িয়ে গেছে। আর ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা হিসেবে থালাপতি বিজয়ের নামটি এখন উল্লেখ করা যেতেই পারে।
আবার টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ২০০ কোটি রুপি বাজেটের এই সিনেমায় বিজয় নিয়েছেন ১১০ কোটি রুপি আর নায়িকা নিয়েছেন চার কোটি রুপি আর পরিচালক নিয়েছন দুই কোটি রুপি।
দিল রাজু ও সিরিশের প্রযোজনায় ‘ভারিসু’ নির্মাণ করেছেন ভামসি পেইদিপাল্লি। সিনেমাটিতে বিজয়ের বিপরীতে নায়িকা হয়েছেন রাশমিকা মান্দানা। আরও আছেন প্রভু, আর শরৎকুমার, প্রকাশ রাজ, শ্রীকান্ত প্রমুখ।
‘ভারিসু’ ১৩ জানুয়ারি হিন্দি এবং ১৪ জানুয়ারি তেলেগু ভাষায় মুক্তি পাবে।