১৭ মাস পর গাইলেন বেসবাবা সুমন
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সবশেষ মঞ্চে উঠেছিলেন জনপ্রিয় রক ব্যান্ড ‘অর্থহীন’-এর প্রতিষ্ঠাতা এবং দলনেতা সাইদুস সালেহীন খালেদ সুমন (বেসবাবা সুমন)। ২০২০ সালের মার্চে জয় বাংলা কনসার্টে। গেয়েছিলেন দুটি গান; ‘মুখটা তুলে আকাশটাতে দেখ আরেকবার’ ও ‘গাইবো না আর কোন গান তোমায় ছাড়া’।
তখন অসুস্থ বেসবাবা সুমন ভক্তদের বলেছিলেন, শেষ স্টেজে ওঠা এটাই হোক...। ক্যানসার ও স্পাইনাল কর্ডের শারীরিক জটিলতায় সে সময় জার্মানি যাওয়ার কথা ছিল এই সংগীত তারকার। করোনার কারণে সেটা সম্ভব না হলেও ব্যাংকক ও দুবাইয়ে চিকিৎসা শেষে পাঁচ মাস পর চলতি মাসে দেশে ফিরেন সুমন।
ফিরেই ১৭ মাস পর গেয়েছেন ‘অদ্ভুত ছেলেটি’ গানটি। ২৭ আগস্ট রক ব্যান্ড অ্যাভয়েডরাফার প্রতিষ্ঠাতা সদস্য এবং অর্থহীন ব্যান্ডের সাবেক গায়ক ও ড্রামার রায়েফ আল হাসান রাফার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে এই গান শোনান বেসবাবা। রাফাকে উৎসর্গ করে সুর তোলেন রাফার ধানমন্ডির বাসার ছাদে।
বেসবাবা সুমনের ভাষ্য, ‘অনেকেই স্টেজে উঠে বলেন, আমার বাম পায়ের আঙুল ব্যথা- তাই গলাটা ভালো না, এমন এক্সকিউজ দেয়। বাট আমার বিষয়টি তেমন না। আমি গত দুই বছর গাইতে পারিনি। বাজাতে পারিনি। আমি সত্যিই অসুস্থ ছিলাম। সুতরাং আমার ভুল ক্ষমাসুন্দর কানে শুনবেন।’
গত ২৩ আগস্ট পারিবারিকভাবে প্রেমিকা সামিরা কালিমকে বিয়ে করেছেন রাফা।