২৫ ডিসেম্বর ঢাকা মাতাবে ফুয়াদ লাইভ

দীর্ঘ বিরতির পর উত্তেজনা, পারফরম্যান্স এবং চমক নিয়ে ঢাকায় ফিরছে ফুয়াদ লাইভ। প্রায় ১৪ বছর পর আবার এক মঞ্চে একত্রিত হতে যাচ্ছেন ফুয়াদ, বেসবাবা সুমন ও আনিলা। ২৫ ডিসেম্বর আইসিসিবি এক্সপো জোনে হবে এই কনসার্ট।
আয়োজক সংস্থা স্কাই ট্র্যাকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কনসার্টটিতে দেশের জনপ্রিয় আরও ৩০ তারকা শিল্পী অংশগ্রহণ করবেন। কনসার্টের লাইনআপ বেসবাবা সুমন, স্টোইক ব্লিস, পান্থ কানাই, আনিলা, এলিটা, রাফা, জোহাদ, ফাইরুজ, তাশফি, জেফার, তাসনিম আনিকা, ব্ল্যাক জ্যাং সহ আরো অনেকে। দর্শকদের জন্য এক্সপো জোনের গেট ওপেন হচ্ছে ২৫ তারিখ বিকাল ৪ টায়।
বেসবাবা সুমন এই কনসার্ট নিয়ে জানিয়েছেন, ‘ফুয়াদের সঙ্গে শেষ বার স্টেজে উঠেছিলাম ২০১৮ সালে জয় বাংলা কনসার্টে। আমার শরীরের অবস্থা তখন ভয়ংকর খারাপ ছিল। আগামী ২৫ তারিখটাও আমার জন্য একটা বিশেষ দিন হয়ে থাকবে। ইনশাআল্লাহ সেদিন কোন প্রকার ক্রাচের সাহায্য ছাড়াই সুস্থ অবস্থাতেই স্টেজে উঠবো। স্টেজে আমাকে, ফুয়াদকে এবং আনিলাকে একই সাথে দেখতে পাবেন। সবাই ভাল থাকবেন’।
দর্শকরা ফুয়াদ লাইভের টিকিট ক্রয় করতে পারবে অনুষ্ঠানটির টিকেটিং পার্টনার গেট সেট রক এর ওয়েবসাইট থেকে। রেগুলার টিকিটের মূল্য ৫০০ টাকা, ভিআইপি টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০০ টাকা। টিকিট পেতে ভিজিট করুন https://getsetrock.com/