এ আর রহমানের বিরুদ্ধে গান চুরির অভিযোগ
কণ্ঠশিল্পী আসিফ আকবর অভিযোগ করেছেন, তাঁর গাওয়া একটি গান ভারতের বিখ্যাত সংগীতশিল্পী এ আর রহমান চুরি করেছেন।
আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই অভিযোগ করেন আসিফ।
ভ্যারিফাইড ফেসবুক পেজে আসিফ দাবি করেন, ‘ওকে জানু’ সিনেমায় ‘তু জো নেহি’ শিরোনামে এ আর রহমানের গানটি তাঁর ‘তুমি নেই বলে’ গানের নকল। তবে এখন পর্যন্ত ‘ওকে জানু’ সিনেমার যে তিনটি গান মুক্তি পেয়েছে তাতে ‘তু জো নেহি’ গানটি নেই।
ওই স্ট্যাটাসে আসিফ আকরব উল্লেখ করেন, ‘আজ রাতে এক বন্ধু তার পছন্দের একটা গান শোনাল।…. ‘তু জো নেহি’, মিউজিক করেছেন শ্রদ্ধেয় এ আর রহমান।… আমার গাওয়া ‘তুমি নেই বলে’ গানটির সরাসরি কপি। খারাপ লাগেনি, কোনো ঝামেলাও করব না। বরং গর্বিত, কারণ এ আর রহমান স্যারের ‘দিলসে’ গানটা আমি ‘ক্ষ্যাপা বাসু’ ছবিতে কপি গেয়েছি, কিংবা বাধ্য হয়ে গাইতে হয়েছে।’

তবে ইন্টারনেট খুঁজে দেখা গেছে, ‘তু জো নেহি’ নামে একটি গান গত ১১ ডিসেম্বর ইউটিউবে শেয়ার করে ‘মিউজিক ওয়ার্ল্ড’। গানটির কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য এবং মিউজিক করেছেন এ আর রহমান। গানটি এরই মধ্যে দেখেছেন প্রায় আট লাখ ৩৯ হাজার ৩০০ জন। এই গানটি যে ‘ওকে জানু’ সিনেমার তা নিশ্চিত হওয়া যায়নি।
উইকিপিডিয়ায় উল্লেখ করা হয়েছে, ‘ওকে জানু’ সিনেমায় এখন পর্যন্ত তিনটি গান প্রকাশ করা হয়েছে। ‘ওকে জানু’, ‘দ্য হ্যাম্মার সঙ্গ’ ও ‘এন্না সোনা’ শিরোনামে গানগুলোর মধ্যে প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন এ আর রহমান। গানগুলো ইউটিউবে শেয়ার করেছে ‘সনি মিউজিক ইন্ডিয়া’। আর ‘তু জো নেহি’ নামে গানটি ইউটিউবে শেয়ার করে ‘মিউজিক ওয়ার্ল্ড’।
‘ওকে জানু’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৩ জানুয়ারি।
এসব বিষয়ে জানতে আসিফ আকবরের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

অনলাইন ডেস্ক