বাংলাদেশি ভক্তদের কাছে দুঃখ প্রকাশ আতিফ আসলামের
ঢাকায় একের পর এক কনসার্ট বাতিল হওয়ার ধারাবাহিকতায় এবার স্থগিত হলো পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের অনুষ্ঠান। আগামী শনিবার ১৩ ডিসেম্বর ঢাকায় তার পারফর্ম করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশি ভক্তদের উদ্দেশে দুঃখ প্রকাশ করেছেন আতিফ আসলাম। এক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় বাংলাদেশি ভক্তরা, দু:খের সঙ্গে জানাচ্ছি যে, ১৩ ডিসেম্বর ঢাকায় আমাদের কনসার্টটি আর অনুষ্ঠিত হচ্ছে না। কারণ, আয়োজক ও ম্যানেজমেন্ট দল প্রয়োজনীয় স্থানীয় অনুমতি, নিরাপত্তাজনিত ছাড়পত্র এবং লজিস্টিকসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেনি।’
এবারের আয়োজন করছিল দুটি প্রতিষ্ঠান—‘স্পিরিটস অব জুলাই’ এবং ‘মেইন স্টেইজ’। তবে কনসার্ট বাতিলের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি আয়োজকরা।
বিভিন্ন সূত্র জানিয়েছে, এই কনসার্ট আয়োজনের জন্য আয়োজকদের সর্বোচ্চ চেষ্টা থাকলেও নিরাপত্তা-ঝুঁকি বিবেচনায় সরকারের অনুমতি মিলেনি। দুই একটি নথি প্রক্রিয়াধীন থাকায় শেষ মুহূর্তে এসে বাধ্য হয়ে অনুষ্ঠানটি বাতিল করা হয়।

বিনোদন ডেস্ক