প্রেম ছাড়া বিয়েই করব না : রণবীর সিং
বলিউডের শীর্ষস্থানীয় অভিনেতাদের একজন হয়ে উঠেছেন খুব কম সময়ে। তারকা হলেও তারকার গাম্ভীর্য বা আভিজাত্য, এসবের ধার ধারেন না রণবীর সিং। নিজে যেমন, তেমনভাবেই চলেন সব সময়, সবার সামনে। বিয়ে নিয়ে সরাসরি বলে দিয়েছেন, প্রেম করেই বিয়ে করবেন। এনডিটিভির সঙ্গে এক চটজলদি আলাপে এও জানিয়েছেন, এ মুহূর্তে বিয়ে করার জন্য প্রস্তুত নন তিনি!
প্রশ্ন : দ্রুত বড় মাপের তারকা হয়ে উঠেছেন আপনি...
উত্তর : দারুণ সব গল্প, চরিত্র আর পরিচালকদের অংশ হয়ে উঠতে চাই আমি। আমার লোভ নেই, নিরাপত্তাহীনতায় ভুগি না; বরং কিছু করতে হলে সব সময় স্ক্রিনজুড়ে বসে থাকতে হবে, এমনটা ভাবি না একদম। আপনার যদি গল্প আর নিজের ক্ষমতার ওপর বিশ্বাস থাকে, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। ‘দিল ধাড়াকনে দো’-তে সবার আগে আমি সাইন করেছিলাম। কারণ, দারুণ সব অভিনেতার সঙ্গে কাজ করতে পারব—এটাই ছিল আমার আনন্দ।
প্রশ্ন : ‘বাজিরাও মাস্তানি’র কী খবর?
উত্তর : ওয়ার্ম আপ চলছে। উনি (সঞ্জয়লীলা বনসালি) আর আমি বোঝার চেষ্টা করছি যে আমরা আসলে এই ছবিটার জন্য কী! এ ছবি রীতিমতো একটা দাবানল, একদম ইনফার্নো!
প্রশ্ন : বরুণ আর আলিয়া ‘শুদ্ধি’ করছে। আপনার আর দীপিকার এটা করার সুযোগ ছিল। কোনো আফসোস হচ্ছে?
উত্তর : বরুণকে অনেক দিন ধরে চিনি। আমরা একই ক্লাবে আমোদ করতে যাই, একই জিমে ব্যায়াম করি। ও আমার ছোটভাইয়ের মতো। আমি খুব খুশি যে ওর হাতে একটা ভালো ছবি এসেছে।
প্রশ্ন : অনেক অভিনেতাই বিয়ের চিন্তা করছেন। আপনার আর দীপিকার কোনো পরিকল্পনা আছে কি?
উত্তর : কঠিন প্রশ্ন। একদম গুলির মুখে ফেলে দিলেন। জুলাইয়ে আমার বয়স ৩০ হবে। ব্যাপারটা এমন নয় যে আমি বিয়ে নিয়ে ভাবছি না। তবে এটাও ঠিক যে, আমি প্রস্তুত নই। ক্যারিয়ারের ব্যাপার আর কী, এখন বিয়ে করলে বিবাহিত জীবনের প্রতি সুবিচার করতে পারব বলে মনে করি না।
প্রশ্ন : অ্যারেঞ্জ ম্যারেজের ইচ্ছে আছে কি?
উত্তর : ভালোবাসাই আমার সবকিছু। প্রেম করেই বিয়ে করব। প্রয়োজনে বিয়েই করব না, তাও অ্যারেঞ্জ ম্যারেজের ধারেকাছে যাব না আমি।